পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিশুর মৃত্যু, বেসরকারি হাসপাতালকে 2 লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ - 2 লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ রাজ্য স্বাস্থ্য কমিশনের

গত বছরের ঘটনা ৷ ভ্যাকসিন নেওয়ার সময় অ্যাবসেস মতো হয়ে যাওয়ায় মালদার একটি বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয় ৷ অভিযোগ, হাসপাতালে শিশুকে ভরতি রাখা হলেও মাকে তার সঙ্গে থাকতে দেওয়া হয়নি ৷

State health commmission
2 লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ রাজ্য স্বাস্থ্য কমিশনের

By

Published : Sep 24, 2020, 9:19 AM IST

কলকাতা, 24 সেপ্টেম্বর : 29 দিনের এক শিশুর সঙ্গে তার মাকে থাকতে দেয়নি হাসপাতাল । তার উপর আরও অভিযোগ ছিল, হাসপাতালে গভীর রাতে দুধ খাওয়ানোর সময় দমবন্ধ হয়ে ওই শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় মালদার ওই বেসরকারি ওই হাসপাতালকে 2 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC)।


WBCERC অর্থাৎ রাজ্য স্বাস্থ্য কমিশন জানিয়েছে , ভ্যাকসিন নেওয়ার কারণে এক শিশুর অ্যাবসেস মতো হয়ে গিয়েছিল । এর জন্য শিশুর শরীরে ওই অ্যাবসেসের স্থানে অস্ত্রোপচার করা হয় । অস্ত্রোপচার সফল হয় । তবে, হাসপাতালে ওই 29 দিনের শিশুকে ভরতি রাখা হলেও মাকে তার সঙ্গে থাকতে দেওয়া হয়নি । অভিযোগ, রাত আড়াইটে নাগাদ ওই শিশুকে হাসপাতাল থেকে সম্ভবত দুধ খাওয়ানোর সময় তার দমবন্ধ হয়ে যায়। এরপরই তার মৃত্যু হয় । গত বছর 31 অক্টোবর এই ঘটনাটি ঘটে ৷ এমন অভিযোগ পাওয়ার পর মামলা শুরু করে কমিশন ।

সব পক্ষের বক্তব্য শুনে কমিশন জানিয়েছে, বেসরকারি ওই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (NICU)-এ ওই শিশুকে রাখা হয়েছিল । সেখানে বাড়ির কাউকে থাকতে দেওয়া যায় না । এই কারণে ওই শিশুর সঙ্গে তার মাকে ওখানে থাকতে দেওয়া হয়নি । ওই দিন রাত দশটা নাগাদ শিশুটিকে তার মা দুধ খাইয়ে গিয়েছিলেন । এরপর ওই হাসপাতাল থেকে রাত আড়াইটার সময় তাকে আর দুধ খাওয়ানো হয়নি । কমিশন জানিয়েছে , শিশুটি দমবন্ধ হয়েই মারা গিয়েছে ৷ তবে রাত আড়াইটের সময় ওই শিশুকে হাসপাতাল থেকে আদৌ দুধ খাওয়ানো হয়েছিল কি না, এই বিষয়ে ধোঁয়াশা থেকে গিয়েছে । কীভাবে দম আটকে ওই শিশুর মৃত্যু হল সেই বিষয়টিও এখনও স্পষ্ট হয়নি ।

তবে সব পক্ষের বক্তব্য শুনে এই মামলাটির নিষ্পত্তি করা হয়েছে । এই প্রসঙ্গে রাজ‍্য স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম বন্দ‍্যোপাধ‍্যায় বলেন , "অভিযোগে জানানো হয়েছে, সম্ভবত রাত আড়াইটের সময শিশুটিকে দুধ খাওয়াতে গিয়ে দম আটকে তার মৃত্যু হয়েছে ৷ এই ঘটনায় মৃত শিশুর মাকে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ওই বেসরকারি হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে।"

ABOUT THE AUTHOR

...view details