কলকাতা, 26 মে : ফের ADG (CID) পদে ফেরার নির্দেশ রাজীব কুমারকে । আদর্শ আচরণ বিধি তুলে নেওয়ার পর স্বপদে ফেরানো হচ্ছে তাঁকে । নির্বাচন ঘোষণার আগে সরানো হয়েছিল রাজীব কুমারকে । কারণ কলকাতা পুলিশ কমিশনার পদে তিন বছরের বেশি সময় ছিলেন তিনি । নির্বাচন ঘোষণার আগে তাঁকে পাঠানো হয়েছিল CID-তে । কিন্তু এরপর তাঁকে আর রাজ্যেই রাখেনি নির্বাচন কমিশন। CID-ADG পদ থেকে সরিয়ে দিয়ে তাঁকে পাঠানো হয় দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রকে।
ADG (CID) পদে ফেরার নির্দেশ রাজীব কুমারকে - rajeev kumar
ফের ADG (CID) পদে ফেরার নির্দেশ রাজীব কুমারকে ।
আজ সন্ধ্যায় রাজীব কুমারের বাড়িতে হানা দেয় CBI । এর আগে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে অভিবাসন দপ্তর । কোনও সমুদ্রবন্দর বা বিমানবন্দর দিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করলে তাঁকে CBI-র হাতে তুলে দেওয়া হবে । এরপর আজ সন্ধ্যায় CBI-র চার সদস্যের একটি দল রাজীবের বাড়ি যায় । আগামীকাল তাঁকে CGO কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ।
2012-13 সালে সারদা-রোজ়ভ্যালি চিটফান্ড কেলেঙ্কারি সামনে আসে । তদন্তের জন্য SIT গঠন করে রাজ্য সরকার । নেতৃত্বে ছিলেন রাজীব কুমার । পরে সুপ্রিম কোর্টের নির্দেশে চিটফান্ডের তদন্তভার হাতে নেয় CBI । চিটফান্ড তদন্তে ৩ ফেব্রুয়ারি কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনে গেছিলেন CBI আধিকারিকরা। তাঁদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এমন কী, CBI আধিকারিকদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।