কলকাতা, 2 সেপ্টেম্বর : দেশজুড়ে চলছে আনলকের চতুর্থ পর্ব । এই পর্বে মেট্রো রেল চালানোর অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার । সেইমতো 7 সেপ্টেম্বর থেকে মেট্রো রেল পরিষেবা পুনরায় চালু হতে পারে । কলকাতায় কীভাবে ও কবে মেট্রো চালু হবে সে নিয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসছে পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল ও মেট্রো রেল কর্তৃপক্ষ ।
মেট্রো চালু হবে এমন ঘোষণা হওয়ার পর মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, SOP হাতে পাওয়ার পর রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসবে তারা । পূর্ব রেল, দক্ষিণ- পূর্ব রেল ও মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য সরকার যৌথভাবে একটি বৈঠকে বসুক এমন আবেদন জানিয়েছিল পূর্ব রেল । সেইমতোই আগামীকাল বৈঠক বসবে তারা । বৈঠকে বসার বিষয়টি নিশ্চিত করেন পূর্ব রেলের প্রধান জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী ।