পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা মোকাবিলায় কলকাতাসহ 4 জেলায় নোডাল অফিসার বদল - কলকাতা

কোরোনা মোকাবিলায় বদল করা হল কলকাতাসহ চার জেলার নোডাল অফিসারকে ৷ চারজন IAS অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতাসহ এই চার জেলার। কলকাতার দায়িত্ব থাকছেন খোদ স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ।

কলকাতা
কলকাতা

By

Published : Jul 13, 2020, 7:06 PM IST

Updated : Jul 13, 2020, 8:24 PM IST

কলকাতা, 13 জুলাই : কোরোনা সংক্রমণ রুখতে তৎপর রাজ্য সরকার ৷ রাজ্যে কোরোনা সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা, দুই 24 পরগনা, হাওড়া ৷ এই সমস্ত জেলায় সংক্রমণ রুখতে এবার নোডাল অফিসার বদল করল রাজ্য সরকার। চারজন IAS অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা সহ এই চার জেলার। কলকাতার দায়িত্ব থাকছেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের কোরোনা পরিস্থিতিকে নজরে রেখে এপ্রিলের 17 তারিখে 12 জন IAS অফিসারকে রাজ্যের বিভিন্ন জেলার দায়িত্ব দেওয়া হয় ৷ মূলত এই সমস্ত নোডাল অফিসারদের কাজ ছিল জেলাগুলিতে লকডাউনের বিধিনিষেধ মানা হচ্ছে কি না, কনটেনমেন্ট জ়োনগুলি নিয়ে কী পরিকল্পনা নেওয়া হচ্ছে তার দেখভাল করা ৷ যে 12 জন নোডাল অফিসার নিয়োগ করা হয়েছিল তাঁদের মধ্যে কলকাতার দায়িত্বে ছিলেন ওঙ্কার সিং মিনা ৷ হাওড়ার দায়িত্বে ছিলেন প্রভাতকুমার মিশ্র, উত্তর ও দক্ষিণ 24 পরগনার দায়িত্ব দেওয়া হয় যথাক্রমে এস কে থারে ও বিনোদ কুমারকে ৷

কিন্তু এর কিছু দিন পরেই ফের বদল ঘটে ৷ কলকাতায় ওঙ্কার সিং মিনার পরিবর্তে ওই পদে বসানো হয় উত্তর 24 পরগনার দায়িত্বে থাকা IAS অফিসার এস কে থারেকে ৷ আজ ফের একটি নির্দেশিকা জারি করে রাজ্য সরকার ৷ সেখানে জানানো হয় চার জেলার দায়িত্বে থাকা নোডাল অফিসারদের বদল করা হয়েছে ৷ উত্তর ও দক্ষিণ 24 পরগনার দায়িত্ব দেওয়া হয়েছে যথাক্রমে মনোজ পান্ত ও নবীন প্রকাশকে ৷ হাওড়ার দায়িত্ব দেওয়া হয়েছে রাজেশ পাণ্ডেকে ৷ আর কলকাতার নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ৷

রাজ্যে প্রতিদিনই হু-হু করে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । রোজ গড়ে এক হাজার ছাড়িয়েছে নতুন করে কোরোনা আক্রান্তের সংখ্যা । আজ নতুন করে আক্রান্ত হয়েছেন 1435 জন‌। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31 হাজার 448 জন । সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11 হাজার 279 । এরমধ্যে কলকাতাতেই শুধুমাত্র সক্রিয় রোগীর সংখ্যা 3 হাজার 795 জন। এখনও পর্যন্ত কলকাতায় মোট আক্রান্ত হয়েছেন 10 হাজার 26 জন। মৃত্যু হয়েছে 509 জনের । তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনা । এই জেলায় এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন 5 হাজার 992 জন। আজ সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2 হাজার 690 জন। এখনও পর্যন্ত এই জেলায় মৃত্যু হয়েছে 172 জনের । সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে হাওড়া। এই জেলায় এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 4 হাজার 120 জন। তার মধ্যে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা 1 হাজার 247 । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট 129 জনের । তালিকায় চতুর্থ নাম দক্ষিণ 24 পরগনা। এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা 2 হাজার 323 । এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা 1 হাজার 63 জন। এই জেলায় মৃত্যু হয়েছে 44 জনের।

কপালে ভাঁজ ফেলার মতো এই তথ্যগুলোর জেরেই রাজ্যের মুখ্যসচিব চার জেলার জন্য চারজন নোডাল অফিসার নিয়োগ করেছেন । কলকাতার জন্য নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়কে । প্রত্যেক নোডাল অফিসার জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কোরোনা সংক্রমণ ছড়িয়ে পড়া থেকে সংশ্লিষ্ট জেলাকে বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন ।

Last Updated : Jul 13, 2020, 8:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details