পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengal Global Business Summit : বন্দর ও নদী সংস্কারে নেদারল্যান্ডসের সাহায্য চায় বাংলা - বন্দর ও নদী সংস্কারে নেদারল্যান্ডসের সাহায্য চায় বাংলা

বাণিজ্য সম্মেলনের মঞ্চ (Bengal Global Business Summit) ব্যবহার করে নেদারল্যান্ডের সঙ্গে কথা এগিয়ে নিয়ে যেতে চাইছে রাজ্য সরকার ৷ সাহায্যের আশ্বাস দিয়েছেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ৷

BGBS 2022
বন্দর ও নদী সংস্কারে নেদারল্যান্ডসের সাহায্য চায় বাংলা

By

Published : Apr 21, 2022, 12:45 PM IST

কলকাতা, 21 এপ্রিল: নদীমাতৃক রাজ্য বাংলা । বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে বিভিন্ন নদ-নদীর অসংখ্য শাখা এবং প্রশাখা । তাই জল সম্পদ ব্যবস্থাপনা ও জলপথ পরিবহণে গুরুত্ব দিচ্ছে রাজ্য ৷ এবিষয়ে নেদারল্যান্ডসের সাহায্য চাইছে রাজ্য সরকার (State Govt is willing to take help of Netherlands) ৷ বন্দর রক্ষণাবেক্ষণ, জল সম্পদ ব্যবস্থাপনা এবং নদীর পলি উত্তোলনের ক্ষেত্রে এই দেশটির দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগাতে চায় রাজ্য । বাণিজ্য সম্মেলনের মঞ্চকে এই কাজে লাগাতে উদ্যোগী রাজ্য প্রশাসন ৷

আরও পড়ুন : ট্যুরিজম নিয়ে একত্রে মালয়েশিয়ার সঙ্গে কাজের বার্তা দিলেন অমিত মিত্র

বুধবার নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের কাছে রাজ্য সরকারের তরফ থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে ৷ রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে নেদারল্যান্ডস ৷ তাদের তরফে বলা হয়েছে বন্দর রক্ষণাবেক্ষণ, নদীর পলি নিঃসরণ, জল সম্পদ ব্যবস্থাপনা-সহ বিভিন্ন কাজে নেদারল্যান্ডস রাজ্যকে সাহায্য করতে রাজি । প্রয়োজনে তারা রাজ্যকে কারিগরি সাহায্য দেবে, বিশেষজ্ঞদের পাঠানো হবে । আধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং কীভাবে পলি নিঃসরণ থেকে বন্দর রক্ষণাবেক্ষণ করতে হয়, সে বিষয়ে রাজ্যকে সাহায্য করতে আগ্রহী ইউরোপের এই দেশটি ৷ রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, বাণিজ্য সম্মেলনের কান্ট্রি টু কান্ট্রি মিটিংয়ে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এবং এই বিষয়টি রাজ্যের শিল্পন্নয়ন নিগম বাড়তি গুরুত্ব দিয়ে দেখবে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details