কলকাতা, 28 অক্টোবর : কার্নিভালের পর এবার বিজয়া সম্মিলনী । সরকারি অনুষ্ঠানে উপেক্ষিত বামেরা । আগামী মাসের 1 তারিখ রাজ্য সরকারের বিজয়া সম্মিলনীতে আমন্ত্রণ জানানো হয়নি তাদের । রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলের এই অনুষ্ঠানে ডাক পড়লেও কোনও আমন্ত্রণ পত্র পৌঁছায়নি আলিমুদ্দিন স্ট্রিটে । রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন শিল্পপতিদেরও । মনে করা হচ্ছে, বেশ কিছু শিল্প সম্ভাবনা সম্পর্কে ওইদিন বক্তব্য রাখতে পারেন মুখ্যমন্ত্রী ।
প্রতিবছরের মতো এবছরও রাজ্য সরকারের উদ্যোগে পালিত হবে বিজয়া সম্মিলনী । চলচ্চিত্র, শিল্প-সাহিত্য, শিল্পপতিসহ দেশের বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে । আমন্ত্রণ পত্র পৌঁছেছে বিরোধী দলনেতা আবদুল মান্নানের কাছেও । ব্রাত্য শুধুই বামেরা । ঠিক এই কারণেই বিষয়টিতে আমল দিতে রাজি নন মান্নান । ওঁর কথায়, আমন্ত্রণ করেছে এটা ওঁদের ব্যক্তিগত ব্যাপার । তবে, 'বন্ধু' বামেদের না ডাকায় তিনি বা দলের অন্যান্য কেউ এই অনুষ্ঠানে যাবেন কি না তা নিয়ে এখনও কিছু জানা যায়নি ।