কলকাতা, 4 নভেম্বর: চলতি অর্থবর্ষে রাজ্যকে 100 দিনের খাতে বরাদ্দ হিসাবে একটি টাকাও দেয়নি মোদি সরকার (Modi Government) । এই নিয়ে বারংবার সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এমনকি বুধবার রাজ্যে হওয়া শেষ মন্ত্রিসভার বৈঠকে 100 দিনের কাজের (MNREGS) জন্য অর্থের সংস্থান করতে অন্যান্য খরচ নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী । যাতে এই বিপুলসংখ্যক মানুষের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সেজন্য জোর দিয়েছেন তিনি ।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, চলতি মাস পর্যন্ত রাজ্যের 15টি দফতর 28 লক্ষ 44 হাজার জব কার্ড হোল্ডারকে (Job Card Holder) বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পেরেছে । এবং এর জন্য রাজ্য সরকার এখনও পর্যন্ত খরচ করেছে 1147 কোটি টাকা । মোটের উপর মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছিলেন যে 100 দিনের কাজ বন্ধ রাখা যাবে না ৷ ওই প্রকল্পে না হলেও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে তাঁদের কাজের ব্যবস্থা করতে হবে ।
প্রসঙ্গত, ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে বিভিন্ন জেলার জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, সরকারি যে সমস্ত কাজে ঠিকা শ্রমিক প্রয়োজন হয়, সেই কাজগুলির একটা বড় অংশ 100 দিনের কাজের শ্রমিকদের দিয়ে করানো হোক । আর এতে সামান্য হলেও কর্মসংস্থানের সুযোগ মিলবে । এদিকে প্রশাসনিকভাবে 100 দিনের কাজ কেন্দ্র যেভাবে চাইছে, সেভাবেই করার জন্য নির্দেশ দিয়েছে নবান্ন । কোথাও স্বচ্ছতার অভাব থাকলে তা সংশোধন করে পাঠাতে নির্দেশ দিয়েছে রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন ।
নবান্ন সূত্রে খবর, এরপরেও নবান্নের আধিকারিকেরা মনে করছেন 100 দিনের কাজের টাকা পেতে এখনও বেশ কিছুটা সময় লাগবে । এই অবস্থায় গ্রামীণ মানুষদের মধ্যে ক্ষোভ বাড়ছে ৷ সেই ক্ষোভ প্রশমনের জন্য বিকল্প কর্মসংস্থানের উপর জোর দিচ্ছে রাজ্য । যাতে 100 দিনের কাজের টাকা না এলেও বিকল্প ভাবে তাদের হাতে কাজ এবং সামান্য কিছু হলেও অর্থ তুলে দেওয়া যেতে পারে ।