কলকাতা, 2 জুলাই: উচ্চশিক্ষা দফতর নোটিফিকেশনের মাধ্যমে ভর্তির খুঁটিনাটি জানিয়েছে। স্নাতক স্তরে অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে আগামী 18 জুলাই থেকে, চলবে 5 অগস্ট পর্যন্ত ৷ স্নাতক স্তরে ভর্তির গোটা প্রক্রিয়া 15 সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে (State Govt Announced Rules and Schedule for Admission in College)।
আবেদন জমা দেওয়ার জন্য লাগছে না কোনও ফি ৷ তবে ভর্তি হয়ে তার ফিজ জমা দিতে হবে অনলাইনেই। এর আগে জানানো হয়েছিল যে সবকটি কলেজে আলাদা-আলাদা করে অনলাইনে ভর্তির ব্যবস্থা না করে এবার থেকে কেন্দ্রীয়ভাবে অর্থাৎ একটি পোর্টালের মাধ্যমেই সমস্ত কলেজে স্নাতকে ভর্তির আবেদন করা যাবে। আর তা এই শিক্ষাবর্ষ থেকেই চালু হাওয়ার কথা ছিল।