পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভিড় দেখে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা, ট্রেনের সংখ্যা বাড়ানো নিয়ে রাজ্য-রেল বৈঠক - রাজ্যে ট্রেন চালু

আজ দুপুর 3 টেয় ভবানী ভবনে রাজ্য সরকার এবং রেল কর্তৃপক্ষের মধ্যে বৈঠক হবে । সেই বৈঠকে রেলের সংখ্যা বাড়ানো নিয়ে আলোচনা হতে পারে বলে খবর ।

state government will meet rail department again today to increase the number of trains to avoid corona
ট্রেনের সংখ্যা বাড়ানো নিয়ে আজ ফের বৈঠক

By

Published : Nov 12, 2020, 1:24 PM IST

কলকাতা, 12 নভেম্বর : দীর্ঘ লকডাউনের পর গতকাল থেকে রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা শুরু হয়েছে । আর প্রথম দিনই ফিরে এসেছিল পুরোনো ছবি । দ্বিতীয় দিনে সেই ভিড় আরও বেড়েছে । তার ফলে একাধিক জায়গায় শিকেয় উঠেছে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ববিধি । পরিস্থিতি দেখে অনেকেই আশঙ্কা করছেন, সংক্রমণ এক লাফে অনেকটাই বেড়ে যাবে । তাই ট্রেনের সংখ্যা বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন অনেকেই । সেই সূত্রে আজ ফের বৈঠক করতে চলেছে রাজ্য সরকার ও রেল কর্তৃপক্ষ ।

গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্রেনের সংখ্যা বাড়ানোর পক্ষে সওয়াল করেছিলেন । শিয়ালদা ও হাওড়া ডিভিশনে প্রতিদিন গড়ে প্রায় দেড় হাজার ট্রেন চলত । সেটা অবশ্য প্যানডেমিকের আগের কথা । কিন্তু গতকাল থেকে যে ট্রেন চলাচল শুরু হয়েছে তাতে চলেছে মাত্র 615টি ট্রেন । এতে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি । অনেকক্ষেত্রেই যাত্রীরা সামাজিক দূরত্ব মানেনি ৷ অনেকেরই মুখে দেখা যায়নি মাস্ক । যার ফলে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে ।

এই পরিস্থিতিতে আজ দুপুর 3টেয় ভবানী ভবনে রাজ্য সরকার এবং রেল কর্তৃপক্ষের মধ্যে বৈঠক হবে । সেই বৈঠকে রেলের সংখ্যা বাড়ানো নিয়ে আলোচনা হতে পারে বলে খবর । সূত্রের খবর, 100% ট্রেন চালানোর মতো সিদ্ধান্তও নেওয়া হতে পারে ।

ABOUT THE AUTHOR

...view details