পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভিনরাজ‍্যের শ্রমিকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করার নির্দেশ নবান্নের - coronavirus updates

লকডাউনের জেরে ভিনরাজ্যের যে শ্রমিকরা এরাজ্যে আটকে পড়েছে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করার জন্য প্রতিটি জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হল ৷

migrant workers
ভিনরাজ‍্যের শ্রমিক

By

Published : Mar 30, 2020, 9:39 AM IST

কলকাতা, 30 মার্চ: শুধু রাজ্যের বাসিন্দাদের জন্যই নয়, ভিনরাজ্যের শ্রমিকদের জন্যও বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার ৷ রাজ্যে আটকে পড়া ভিনরাজ্যের শ্রমিকদের থাকা-খাওয়ার বন্দোবস্তের জন্য নির্দেশিকা জারি করা হল রাজ্য প্রশাসনের তরফে ৷

রাজ্যে কাজ করতে আসা ভিনরাজ্যের যেসব শ্রমিকরা লকডাউনের জেরে আটকে পড়েছে, তাদের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য প্রতিটি জেলা প্রশাসনকে নির্দেশিকা পাঠাল রাজ্য সরকার ৷ সেখানে বলা হয়েছে, ‘‘ভিনরাজ্য থেকে আসা শ্রমিক, যারা এই রাজ্যে আটকে পড়েছে, তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হবে ৷’’ এছাড়া দোকান বা বেসরকারি সংস্থায় কর্মরতদের কোনওরকম বেতন কাটা যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে ৷

লকডাউনের জেরে ভিনরাজ্যে আটকে থাকা এরাজ্যের শ্রমিকদের থাকা-খাওয়ার ব্যবস্থার জন্য দু'দিন আগেই ১৮টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । ভিনরাজ‍্যে আটকে থাকা বাংলার শ্রমিকদের যাবতীয় তথ্যও তুলে দেন রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা । এবার রাজ্যে আটকে থাকা ভিনরাজ্যের শ্রমিকদের জন্য থাকা -খাওয়ার যাবতীয় ব্যবস্থা করার উদ্যোগ নিল রাজ্য প্রশাসন ।

লকডাউন চলাকালীন আটকে থাকা ভিনরাজ্যের শ্রমিকদের যাতে কোনও সমস্যা না হয় সেদিকে নজর রাখতে সব জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে । তবে আটকে পড়া শ্রমিকদের কোথায় থাকার ব্যবস্থা করা হবে, সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি ৷

দিল্লি থেকে শ্রমিকদের নিজের নিজের রাজ্যে ফেরার হিড়িক দেখে আতঙ্কিত অনেকেই ৷ যেখানে সরকারের তরফে জমায়েত করতে নিষেধ করা হয়েছে, সেখানে আনন্দবিহার বাসস্ট্যান্ডে জড়ো হয়েছিল একাধিক রাজ্যের শ্রমিকরা ৷ সকলেই কর্মসূত্রে দিল্লি বা আশপাশের এলাকায় থাকতেন ৷

এই পরিস্থিতিতে সকলেই চাইছে নিজের রাজ্যে ফিরতে । কিন্তু সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয়ে গতকাল থেকে প্রতিটি রাজ্যের সীমান্তই বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে ৷ আটকে পড়া শ্রমিকদের যাতে থাকা বা খাওয়ার কোনও সমস্যা না হয়, তারজন্য এবার রাজ্য সরকারের তরফে এই উদ্যোগ নেওয়া হল ৷

ABOUT THE AUTHOR

...view details