পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শুভেন্দু অধিকারীকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হবে , হাইকোর্টে জানাল রাজ্য - leader of opposition suvendu adhikari

রাজ্যের তরফে জানানো হয় শুভেন্দুর জন্য রুট লাইনিংয়ের ব্যবস্থা করা হবে ৷ অর্থাৎ তিনি যেখানে যাবেন রাজ্য পুলিশের নিরাপত্তা পাবেন তিনি । পাশাপাশি রাজ্যের একজন পূর্ণমন্ত্রীর মতই তিনিও একটি পাইলট কার পাবেন রাজ্যের তরফে ।

high court
SS

By

Published : Jul 2, 2021, 9:57 PM IST

কলকাতা , 2 জুলাই : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রয়োজনীয় নিরাপত্তা দেবে রাজ্য সরকার ৷ গতকাল মুখবন্ধ খামে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছিল রাজ্য । সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতেই আজ বিচারপতি শিবকানত প্রসাদ তাঁর নির্দেশে জানিয়েছেন, শুভেন্দু অধিকারী জেড ক্যাটাগরির নিরাপত্তা পান । এর বেশি নিরাপত্তার প্রয়োজন পড়লে কেন্দ্র-রাজ্য নিজেদের মধ্যে আলোচনা করে তা ঠিক করবে ।

গতকাল যে রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে রাজ্যের তরফে জানানো হয়, শুভেন্দুর জন্য রুট লাইনিংয়ের ব্যবস্থা করা হবে ৷ অর্থাৎ তিনি যেখানে যাবেন রাজ্য পুলিশের নিরাপত্তা পাবেন তিনি । পাশাপাশি রাজ্যের একজন পূর্ণমন্ত্রীর মতই তিনিও একটি পাইলট কার পাবেন রাজ্যের তরফে । রাজ্য পুলিশের যে নিরাপত্তা পেতেন 18 মে থেকে কেন তা তুলে নেওয়া হল তা জানতে চেয়ে কলকাতা হাইকোর্টে 21 জুন মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী ।

শুভেন্দু অধিকারী জানান, যদিও তিনি জেড ক্যাটাগরি কেন্দ্রীয় নিরাপত্তা পান, তার সত্বেও বিভিন্ন জায়গায় তার রাজ্যের নিরাপত্তার প্রয়োজন হয় ৷ যেমন পাইলট কার, যাতায়াতের ক্ষেত্রে রুট নির্ধারণ এবং যে কোনও জনসভায় নিরাপত্তা । এমনিতেই রাজনৈতিক দলবদলের পর শুভেন্দু অধিকারীর নিরাপত্তার প্রয়োজনীয়তা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই উদ্বেগের মধ্যে ছিলেন তিনি ।

আরও পড়ুন : কলকাতা মেডিক্যালে ইঞ্জেকশন চুরির ঘটনায় 7 দিনের মধ্যে হলফনামা চাইল হাইকোর্ট

গতকাল আদালতে রাজ্যের তরফে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে জানানো হয়েছে , যেখানে শুভেন্দু অধিকারী সিআরপিএফের পার্সোনাল সিকিউরিটি পাবেন না সেখানে ওয়েস্টবেঙ্গল পুলিশ তাঁর নিরাপত্তার দায়িত্ব নেবে ।

ABOUT THE AUTHOR

...view details