কলকাতা, 20 অগস্ট: বিজেপি শাসিত উত্তরপ্রদেশের তুলনায় রাজ্যের জনঘনত্ব বেশি হলেও এখানে জেলার সংখ্যা কম । ফলে জনপ্রতিনিধিদের সংখ্যা থেকে শুরু করে অন্যান্য অর্থনৈতিক সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে রাজ্য । এই অবস্থায় রাজ্যের জনঘনত্বের নিরিখে জেলার সংখ্যা বাড়াতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । এই মুহূর্তে রাজ্যে 10 কোটির বেশি মানুষ বসবাস করলেও পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা 23 । কিন্তু 24 কোটি মানুষের বাস উত্তরপ্রদেশে এই মুহূর্তে সেখানে জেলার সংখ্যা 75 । এই অবস্থায় রাজ্য সরকার মনে করছে জনঘনত্ব বিচার করলে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা আরও বৃদ্ধি পাওয়া উচিত ।
চলতি মাসে হওয়া শেষ মন্ত্রিসভার বৈঠকে জেলা বৃদ্ধির প্রসঙ্গটি উঠেছিল ৷ কিন্তু নতুন জেলা তৈরি করার ক্ষেত্রে শুধুমাত্র জনবিন্যাস নয়, আরও কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করেই সিদ্ধান্ত নিতে চাইছে রাজ্য সরকার । নবান্ন সূত্রে জানা গিয়েছে, মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী বড় জেলাগুলি ভেঙে নতুন জেলার জন্য একটি গ্রুপস অফ মিনিস্টারের কমিটি গঠন করেছেন । এই কমিটিতে রয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুত্মন্ত্রী অরূপ বিশ্বাস ও আইনমন্ত্রী মলয় ঘটক । তাঁরা আঞ্চলিক আবেগ, জনবিন্যাস, স্থানীয় ইস্যু-সহ একাধিক বিষয়ের ভিত্তিতে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে আগামী তিন মাসের মধ্যে একটি রিপোর্ট তৈরি করবে ৷ সেই রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দেওয়ার কথা রয়েছে । এই রিপোর্টের ভিত্তিতেই হতে পারে জেলা বিভাজন ।