পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

New Districts in Bengal: জনঘনত্বের ভিত্তিতেই জেলা বাড়ুক চাইছে রাজ্য, সংখ্যা কত হবে পর্যালোচনায় মন্ত্রী -গোষ্ঠী - মন্ত্রীগোষ্ঠি

State Government Wants to Increase Number of Districts: জনঘনত্বের ভিত্তিতেই পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা বাড়াতে চাইছে রাজ্য সরকার । তবে 23 থেকে বেড়ে জেলার সংখ্যা কত হবে, তা নিয়ে পর্যালোচনায় কাজ করছে মন্ত্রী- গোষ্ঠী ৷

New Districts in Bengal
জনঘনত্বের ভিত্তিতে জেলা বাড়ানোর ভাবনা রাজ্যের

By

Published : Aug 20, 2023, 3:29 PM IST

Updated : Aug 20, 2023, 4:00 PM IST

কলকাতা, 20 অগস্ট: বিজেপি শাসিত উত্তরপ্রদেশের তুলনায় রাজ্যের জনঘনত্ব বেশি হলেও এখানে জেলার সংখ্যা কম । ফলে জনপ্রতিনিধিদের সংখ্যা থেকে শুরু করে অন্যান্য অর্থনৈতিক সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে রাজ্য । এই অবস্থায় রাজ্যের জনঘনত্বের নিরিখে জেলার সংখ্যা বাড়াতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । এই মুহূর্তে রাজ্যে 10 কোটির বেশি মানুষ বসবাস করলেও পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা 23 । কিন্তু 24 কোটি মানুষের বাস উত্তরপ্রদেশে এই মুহূর্তে সেখানে জেলার সংখ্যা 75 । এই অবস্থায় রাজ্য সরকার মনে করছে জনঘনত্ব বিচার করলে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা আরও বৃদ্ধি পাওয়া উচিত ।

চলতি মাসে হওয়া শেষ মন্ত্রিসভার বৈঠকে জেলা বৃদ্ধির প্রসঙ্গটি উঠেছিল ৷ কিন্তু নতুন জেলা তৈরি করার ক্ষেত্রে শুধুমাত্র জনবিন্যাস নয়, আরও কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করেই সিদ্ধান্ত নিতে চাইছে রাজ্য সরকার । নবান্ন সূত্রে জানা গিয়েছে, মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী বড় জেলাগুলি ভেঙে নতুন জেলার জন্য একটি গ্রুপস অফ মিনিস্টারের কমিটি গঠন করেছেন । এই কমিটিতে রয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুত্‍মন্ত্রী অরূপ বিশ্বাস ও আইনমন্ত্রী মলয় ঘটক । তাঁরা আঞ্চলিক আবেগ, জনবিন্যাস, স্থানীয় ইস্যু-সহ একাধিক বিষয়ের ভিত্তিতে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে আগামী তিন মাসের মধ্যে একটি রিপোর্ট তৈরি করবে ৷ সেই রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দেওয়ার কথা রয়েছে । এই রিপোর্টের ভিত্তিতেই হতে পারে জেলা বিভাজন ।

সূত্রের খবর, এই মন্ত্রী-গোষ্ঠী ইতিমধ্যেই জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে একটি খসড়া রিপোর্ট তৈরি করেছেন । যার ভিত্তিতে বীরভূম ও হাওড়ার বড় জেলাগুলিকে বিভাজিত করা হতে পারে । যতদূর জানা যাচ্ছে, এই মন্ত্রী-গোষ্ঠী কমপক্ষে 10 থেকে 12টি জেলা বৃদ্ধির পক্ষে । সেক্ষেত্রে কোন কোন জেলা বিভাজিত হয়ে এই নতুন জেলা হতে পারে তার একটা খসড়া তাঁরা প্রস্তুত করছেন ।

আরও পড়ুন:স্থানীয় আবেগকে বাড়তি গুরুত্ব দিতে আবারও নতুন জেলার ভাবনা নবান্নের

গতবছর রাজ্য সরকারের তরফ থেকে বেশ কয়েকটি জেলা বিভাজনের কথা ঘোষণা করা হয়েছিল ৷ তবে শেষ পর্যন্ত সেখান থেকে পিছিয়ে আসা হয় । সব মিলিয়ে নতুন জেলার বিন্যাস কী হতে চলেছে, তা নিয়ে রাজ্যবাসীর আগ্রহ থাকছে । তবে যেহেতু চূড়ান্ত রিপোর্ট এখনও মুখ্যমন্ত্রীর টেবিলে জমা পড়েনি, তাই এই জেলার সংখ্যা কত হবে এখনও তা চূড়ান্ত করে বলা যাচ্ছে না । তবে এটা নিশ্চিত আগামী দিনে পশ্চিমবঙ্গে বাড়তে চলেছে জেলার সংখ্যা । মন্ত্রী-গোষ্ঠী জেলা বিন্যাস নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট জমা দেওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ।

Last Updated : Aug 20, 2023, 4:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details