পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KMC on Old House: বিপজ্জনক বাড়ির আইন বদলেও মেলেনি সাড়া, দুশ্চিন্তায় কলকাতা পৌরনিগম - বিপজ্জনক বাড়ির আইন বদলেও মেলেনি সারা

কালবৈশাখী ঝড়, বর্ষাকাল, অন্য প্রাকৃতিক বিপর্যয়ে কলকাতার একশো বা তারও বেশি পুরনো বাড়িগুলি নিয়ে বিপদে পড়ে কলকাতা পৌরনিগম ৷ মালিক-ভাড়াটিয়ার মধ্যে সমঝোতার অভাবে জরাজীর্ণ ভঙ্গুর হয়ে গিয়েছে বাড়িগুলি ৷ আইন সংশোধনেও পরিস্থিতি একই রয়েছে (Kolkata Municipal Corporation over Old House) ৷

Kolkata Municipal corporation
কলকাতা পৌরনিগম

By

Published : Feb 14, 2023, 11:15 AM IST

Updated : Feb 14, 2023, 1:05 PM IST

কলকাতা, 14 ফেব্রুয়ারি: শহরের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে বহু পুরনো বিপজ্জনক বাড়ি ৷ প্রতি বছর ঝড়ে, বর্ষায়, বিপর্যয়ে সব থেকে মাথাব্যথার কারণ এই বাড়িগুলি ৷ আচমকা ভেঙে পড়ে বাড়ি বা তার অংশ ৷ এই ঘটনায় গুরুতর জখম হওয়া থেকে মৃত্যুও হয় ৷ তাই গত বিধানসভা অধিবেশনে এই সংক্রান্ত বেশ কিছু পৌর আইন সংশোধন করা হয় ৷ তারপরেও যেই কে সেই ৷ কলকাতাজুড়ে প্রায় 4 হাজার বিপজ্জনক বাড়ি ৷ সেখানে মাত্র দু'টি বাড়ির জন্য এই আইনের আওতায় সংস্কারের আবেদন করা হয়েছে ৷ নয়া নিয়মেও ঝুঁকিপূর্ণ বাড়ি-মালিকদের এমন উদাসীন মনোভাব চিন্তায় ফেলেছে পৌর প্রশাসনকে ৷

কলকাতার আনাচে-কানাচে জরাজীর্ণ ভঙ্গুর এই বাড়িগুলিতে মৃত্যুকে সঙ্গী করে বহু বাড়িতে থাকেন মালিক ও ভাড়াটিয়া ৷ আর ঝড়, জলে প্রাণ গেলে প্রশ্নের মুখে দাঁড়াতে হয় পৌর প্রশাসনকে ৷ সেই সমস্যার সমাধানে বিপজ্জনক বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরির আবেদনে কর্পোরেশন বিল্ডিং সংক্রান্ত আইনে সংশোধনী এনেছে রাজ্য সরকার ৷ তবু হেলদোল নেই বাড়ির মালিকদের ৷ আইন মাফিক বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের প্রাপ্য যাতে কোনও ভাবে বঞ্চিত না-হয়, তার জন্য কলকাতা পৌরনিগম নিজে শংসাপত্র দেবে ৷ তাও এত অনাগ্রহ কেন ?

আরও পড়ুন: দুয়ারে কর আদায় ! মেয়রের নির্দেশে পৌরনিগমের আধিকারিকরা যাবেন বাড়ি বাড়ি

এ প্রসঙ্গে 'দ্য ক্যালকাটা হাউজ ওনারস অ্যাসোসিয়েশন'-এর সাধারণ সম্পাদক সুকুমার রক্ষিত বলেন, "বাড়ির মালিকরা সংস্কারের পক্ষে হবেন কী করে ? তাঁরা উপযুক্ত ভাড়া পান না ৷ অধিকাংশ ভাড়াটিয়া রেন্ট কন্ট্রোলে ভাড়া দেন ৷ আর একটা অংশে দখলদার থাকে ৷ এই জমানায় ইট-সিমেন্ট-বালি কিনে বাড়ি তৈরি করতে হবে ৷ এদিকে যাঁরা ভাড়া দেন না, তাদের কী করে প্রাপ্য বোঝাতে পারব ! এই বৈষম্য থাকলে কোনও দিন সমস্যার সমাধান হবে না ৷ বিল্ডিং আইনে বাড়ির মালিকরা নিজেদের অধিকার সম্পর্কে সুনিশ্চিত হতে পারছেন না ৷ বিল্ডিং আইন নয়, তাঁরা বাড়ি ভাড়া আইনেরও বদল চাইছেন ৷"

কলকাতা পৌরনিগমের বোরো চেয়ারম্যান ও আইনজীবী অনিন্দ্য কিশোর রাউত বলেন, "কলকাতা পৌরনিগমের আইনে ভাড়াটিয়াদের অধিকার সুরক্ষিত করতে বিশেষ সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা থাকছে ৷ বিপজ্জনক বাড়ি ভেঙে নতুন বাড়ি বা আবাসন তৈরি হলে সেখানে ভাড়াটিয়ারাও নির্দিষ্ট ঘর বা ফ্ল্যাট পাবেন ৷ কাউকে মাথার ছাদ হারাতে হবে না ৷ এরপরেও এমন উদাসীন হলে এই আইন আরও কড়া করে প্রণয়ন করতে হবে ৷" উল্লেখ্য, কলকাতায় এমন বিপজ্জনক বাড়ির সংখ্যা প্রায় হাজার চারেক ৷ এর মধ্যে অতি বিপজ্জনক প্রায় 300 টি ৷ এমন বাড়ির সংখ্যা বেশি বোরো 3, 4, 5, 6- এই চার বোরোতে ৷

Last Updated : Feb 14, 2023, 1:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details