কলকাতা, 28 জুন: দূষণ কমাতে ফের উদ্যোগী হল রাজ্য সরকার । খুব শীঘ্রই গঙ্গাবক্ষে চালু হতে চলেছে 15টি বৈদ্যুতিন ভেসেল । রাজ্য পরিবহণ দফতরের তরফে চালানো হবে এই ভেসেলগুলি ৷ কলকাতার অভ্যন্তরে চলাচলকারী ভেসেলগুলিতে 250 জন যাত্রী পরিবহণের ক্ষমতা থাকবে বলে পরিবেশ দফতর সূত্রে জানা গিয়েছে । আর শহর সংলগ্ন জেলার ভেসেলগুলিতে 100 জন যাত্রী ধারণের ক্ষমতা থাকবে ।
তবে পর্যটনের উদ্দেশ্যে ব্যবহৃত ভেসেলগুলিতে 75 থেকে 150 জন যাত্রী পারাপার করতে পারবে বলেই খবর । এই বৈদ্যুতিন ভেসেলগুলিতে পুরনো ধাঁচে জেনারেটরের ব্যবস্থাও রাখা হবে আপৎকালীন পরিষেবার জন্য । রাজ্য সরকার গৃহীত 'ইন্টার ওয়াটার ট্রান্সপোর্ট এন্ড মডেল ইন্টিগ্রেশন অফ ট্রান্সপোর্ট এন্ড আরবান আপগ্রেডেশন' প্রকল্পের আওতায় এই 15টি ভেসেল খুব শীঘ্রই চালু করা হবে বলে জানা গিয়েছে । যার প্রস্তুতি তুঙ্গে ।
পরিবেশ দফতর সূত্রে খবর, এই প্রকল্পের জন্য প্রায় 1021 কোটি টাকা খরচ হতে পারে । যার মধ্যে প্রায় 700 কোটি টাকা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণের টাকা । ডিজেল চালিত ভেসেলগুলি তৈরিতে খরচ হয় প্রায় চার কোটি টাকা । তবে একটি বৈদ্যুতিন ভেসেল তৈরি করতে প্রায় 12 কোটি টাকা খরচ হবে । নতুন এই প্রকল্পে বিপুল টাকা খরচ । কিন্তু একবার 12 কোটি টাকা দিয়ে ভেসেল তৈরি হলে জ্বালানি খরচ বাচবে ৷ আর জ্বালানির প্রয়োজন পড়বে না । কারণ চার্জিং সিস্টেমের মাধ্যমে এই বৈদ্যুতিক ভেসেলগুলি চলবে । মাস গেলে ভেসেল পিছু প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা সাশ্রয় হবে বলে পরিবেশ দফতর সূত্রে জানা গিয়েছে ।