কলকাতা, 5 এপ্রিল : আলিয়া কাণ্ড নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আলির কাছ থেকে রিপোর্ট চাইল রাজ্য সরকার (State Government seeks report from VC on Aliah University issue) । শুক্রবার আলিয়া বিশ্ববিদ্যালয় অশান্তির ঘটনা ঘটলেও ঘটনার তিনদিন পর সংখ্যালঘু এবং মাদ্রাসা উন্নয়ন দফতরের তরফ থেকে এই রিপোর্ট চাওয়া হয়েছে ।
প্রসঙ্গত, সংখ্যালঘু এবং মাদ্রাসা উন্নয়ন দফতরের দায়িত্ব এই মুহূর্তে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে । নবান্ন সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেলে সংখ্যালঘু এবং মাদ্রাসা উন্নয়ন দফতরের সচিব এই চিঠি পাঠিয়েছেন উপাচার্যের কাছে । ওই চিঠিতে ঘটনার দিন ঠিক কী ঘটেছিল, সে সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে নবান্নের তরফে ।
সূত্র মারফত আরও জানা গিয়েছে, ইতিমধ্যে শুক্রবার আলিয়া বিশ্ববিদ্যালয় কী হয়েছিল তার বিস্তারিত তথ্য জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সংখ্যালঘু দফতরের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখছেন উপাচার্য । একইসঙ্গে আচার্য হিসাবে রাজ্যপাল জগদীপ ধনকরকেও বিস্তারিত জানাবেন তিনি । আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (Aliah University issue) নিগ্রহের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যপাল। তার পরিপ্রেক্ষিতে এবার তাঁকেও বিস্তারিত রিপোর্ট দেবেন উপাচার্য মহম্মদ আলি ।
প্রসঙ্গত, আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (Vice-Chancellor) মহম্মদ আলির ঘরে ঢুকে তাঁকে ঘেরাও করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং চড় মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রনেতা গিয়াসউদ্দিন মণ্ডল ও তার দলের বিরুদ্ধে । সম্প্রতি সেরকমই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । যদিও, সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত । ইতিমধ্যে আলিয়া কাণ্ডে গ্রেফতার করা হয়েছে ছাত্রনেতা গিয়াসউদ্দিন মণ্ডলকে ৷ সোমবার বারাসত আদালত পেশ করা হয় গিয়াসউদ্দিন মণ্ডলকে (TMCP Leader In Court) ।
আরও পড়ুন :TMCP Leader In Court : "রাজনৈতিকভাবে আমার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে", আদালতে বিস্ফোরক গিয়াসউদ্দিন