পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 2, 2023, 7:08 PM IST

ETV Bharat / state

Sufal Bangla: ঊর্ধ্বমুখী বাজার দরে রাজ্যের ভরসা সুফল বাংলার স্টল, কতটা সুবিধা হবে সাধারণের ?

অগ্নিমূল্যের জেরে বাজারে গিয়ে ছ্যাঁকা খেতে হচ্ছে রাজ্যবাসীকে ৷ টমেটো থেকে লঙ্কার কেজি ছাড়িয়েছে শতাধিক টাকার গণ্ডি ৷ এই অবস্থায় ন্যায্য ও কম মূল্যে সবজি দিতে রাজ্য সরকার ভরসা রাখছে সুফল বাংলার স্টলে ৷ রাজ্য জুড়ে সুফল বাংলার স্টল সাড়ে পাঁচশোর মতো ৷ এতে কতটা সুবিধা হবে সাধারণ মানুষের ?

Sufal Bangla stall
সুফল বাংলার স্টল

কলকাতা, 2 জুলাই: আবার বাজার দর ঊর্ধ্বমুখী । টমেটো, আলু, আদা থেকে রোজকার আনাজপাতি । অগ্নিমূল্য সব । এই অবস্থায় আবার সক্রিয় হয়েছে সরকারি টাস্ক ফোর্স । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাজার-বাজার ঘুরে আবার বর্ধিত বাজার দর নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন তারা । কিন্তু এই অবস্থায় রাজ্য সরকারের সবচেয়ে বড় ভরসা সুফল বাংলার স্টল ।

  • মৃল্যবৃদ্ধির বাজারে রাজ্যের ভরসা সুফল বাংলা

মূলত এর মাধ্যমেই আরও একবার মানুষের দরজায় সুলভ মূল্যে সবজি পৌঁছে দিতে চায় মমতার সরকার। এই মুহূর্তে স্থায়ী এবং ভ্রাম্যমান মিলে প্রায় পাঁচশোর বেশি সুফল বাংলার আউটলেট রয়েছে রাজ্যে ৷ এই সুফল বাংলার বিপণন কেন্দ্রগুলির মাধ্যমে রাজ্যবাসীর কাছে ন্যায্য মূল্যে সবজি পৌঁছে দিতে চাইছে রাজ্য সরকার । রবিবার এই নিয়েই রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে কথা বলেছিল ইটিভি ভারত ।

  • সুফল বাংলায় 89 টাকা কেজি টমেটো

বেচারাম মান্না বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত এই লক্ষ্যেই সুফল বাংলা স্টলগুলি তৈরির ভাবনা-চিন্তা নিয়েছিলেন । বাজারে যখন একশোর গণ্ডি ছাড়িয়েছে টমেটো । তখন এই সুফল বাংলা কেন্দ্রগুলিতে 89 টাকা কেজিতে টমেটো পৌঁছে দেব আমরা । একইভাবে অন্যান্য সবজিও মিলবে সুলভ মূল্যে ।" বেচারাম মান্না জানান, যেভাবে খোলা বাজারে বাড়ছে সবজির দাম তাতে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী । তিনি যেমন টাস্ক ফোর্সের সদস্যদের এই মূল্য নিয়ন্ত্রণের জন্য উদ্যোগী হওয়ার নির্দেশ দিয়েছেন । একইভাবে সুফল বাংলার মাধ্যমে যাতে সাধারণ মানুষ ন্যায্য মূল্যে এই সমস্ত জিনিসগুলি পায়, তা ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি ।

  • ময়দানে নেমেছে টাস্ক ফোর্স

প্রসঙ্গত, বিগত কয়েকদিনে বিভিন্ন সবজির দাম আকাশ ছোঁয়া হয়েছে । এই অবস্থায় বাজারদরের থেকে কমে মানুষের কাছে সবজি তুলে দিচ্ছে সুফল বাংলা । শনিবারই নবান্নের টাস্ক ফোর্সের কর্তারা মূল্যবৃদ্ধি নিয়ে বৈঠক করেছেন । মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই টাস্ক ফোর্সের বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও ৷ মূলত এই বৈঠকের পর ঠিক হয়েছে একটি নির্দিষ্ট দামে, যা খোলাবাজারের দামের তুলনায় অনেক কম, সবজি পাওয়া যাবে সুফল বাংলার স্টল থেকে ।

  • রাজ্যে পাঁচশোর বেশি সুফল বাংলার স্টল

গতকাল নবান্ন সুফল বাংলা স্টলে সবজির দাম প্রকাশ করেছে ৷ তাতে দেখা যাচ্ছে, এই মুহূর্তে সুফল বাংলাতে টমেটো প্রতি কেজি 89 টাকা । খোলা বাজারে দাম 99 টাকা প্রতি কেজি । আর করলা পাওয়া যাচ্ছে প্রতি কেজি 65 টাকায় । খোলা বাজারে যার দাম 78 টাকা প্রতি কেজি । একইভাবে এখানে প্রতি কেজি পটলের দাম 23 টাকা । খোলা বাজারে যা মিলছে 28 টাকা প্রতি কেজিতে ।

আরও পড়ুন:সবজির দামের আঁচ পিছনে ফেলেছে ভোটের উত্তাপকেও, ময়দানে নবান্নের টাস্ক ফোর্স

  • সুফল বাংলায় সাধারণ মানুষের কতটা সুরাহা ?

সুফল বাংলায় বেগুন পাওয়া যাচ্ছে প্রতি কেজি 70 টাকায় । খোলা বাজারে এরই দাম 80 টাকা প্রতি কেজি । আর ঢ্যাঁড়শের দাম প্রতি কেজি 45 টাকা । খোলা বাজারের এর দাম 60 টাকা প্রতি কেজি । সরকার তো সুলভ মূল্যে সবজি দেওয়ার ব্যবস্থা করছে ৷ কিন্তু প্রশ্ন উঠছে এই ব্যবস্থায় সাধারণ মানুষের জন্য কতটা সুরাহা হবে । এই মুহূর্তে রাজ্যে স্থায়ী সুফল বাংলা স্টলের সংখ্যা 448টি ৷ এ ছাড়া রয়েছে 117টি ভ্রাম্যমান সুফল বাংলা যান । এই দুইয়ের মাধ্যমে গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষের উপর আছড়ে পড়া এই মূল্যবৃদ্ধি মোকাবিলা করা কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details