পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রচেষ্টা প্রকল্প স্থগিত রাজ্যের

লকডাউনে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের 1000 টাকা করে ভাতা দেওয়ার জন্য প্রচেষ্টা প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার।

ছবি
ছবি

By

Published : Apr 27, 2020, 4:55 PM IST

Updated : Apr 27, 2020, 6:57 PM IST

কলকাতা, ২৭ এপ্রিল : প্রচেষ্ঠা প্রকল্প স্থগিত করল রাজ্য সরকার। নবান্ন সূত্রে এমনই খবর। জানা গেছে, প্রকল্প স্থগিত করার কথা রাজ্যের জেলা শাসকদের জানিয়ে দেওয়া হয়েছে। পরিযায়ী শ্রমিকদের 1000 টাকা করে ভাতা দেওয়ার জন্য রাজ্য সরকার চালু করেছিল এই প্রকল্প।

দেশে দ্বিতীয় দফায় লকডাউন চলছে । এর জেরে দীর্ঘদিন নানা রাজ্যে আটকে শ্রমিকরা । দীর্ঘদিন রোজগার বন্ধ থাকায় টাকাও ফুরিয়েছে । তাই অর্থ সংকটের পাশাপাশি খাদ্য সংকটেরও সম্মুখীন হয়েছেন পরিযায়ী শ্রমিকরা। ইতিমধ্য়েই নানা অভিযোগ-আবেদন আসতে শুরু করেছিল রাজ্য সরকারের কাছে। পরিযায়ী শ্রমিকরা যাতে ভালো থাকেন, সেজন্য বিশেষ উদ্যোগ নিয়েছিল নবান্ন। তাঁদের সাময়িক ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। জানিয়েছিলেন, এক হাজার টাকা করে ভাতা দেওয়া হবে পরিযায়ী শ্রমিকদের।

প্রকল্পটি ঘোষণা হওয়ার পর ফর্ম বিলি করার জন্য জেলা শাসকদের জানিয়ে দিয়েছিলেন রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। সেইমতো প্রত্যেক জেলায় বিলি করার উদ্যোগ নেওয়া হয়েছিল । নবান্ন সূত্রে খবর, এই ঘোষণার পর পরিস্থিতি উলটো চেহারা নেয় । সামাজিক দূরত্ব বজায় না রেখেই ফর্ম নেওয়ার লাইনে ভিড় করতে শুরু করেন পরিযায়ী শ্রমিকদের আত্মীয় ও পরিবারের সদস্যরা। এরপরই আজ এই সিদ্ধান্ত নেওয়া হয় । জেলাশাসকদের পরিযায়ী শ্রমিকদের প্রচেষ্টা প্রকল্প স্থগিত রাখার কথাজানিয়ে দেওয়া হয়। তাই আপাতত স্থগিতবিশেষ এই প্রকল্প।

Last Updated : Apr 27, 2020, 6:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details