কলকাতা, 3 এপ্রিল: কোরোনার বিরুদ্ধে লড়াইয়ের সামনে থাকা স্বাস্থ্যকর্মীদের বিমার পরিমাণ বাড়ানোর কথা ঘোষণা করল নবান্ন । পাশাপাশি বিমার আওতায় আনা হয়েছে আরও বেশি মানুষকে । প্রথমে ঘোষণা হয়েছিল প্রথম সারির স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে পাঁচ লাখ টাকার বিমা । পরে সরকারের তরফে তা বাড়িয়ে 10 লাখ টাকা করার কথা ঘোষণা করা হল ।
নবান্নের তরফে জারি হওয়া নোটিফিকেশন থেকে জানা যাচ্ছে, শুধুমাত্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের স্থায়ী কর্মীরাই নন, এই বিমার আওতায় থাকবেন চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীরাও । আওতায় থাকছেন নগরোন্নয়ন এবং পৌর দপ্তরের সব সাফাই কর্মী এবং গ্রামে নিযুক্ত সাফাই কর্মীরা । যে সমস্ত CRPF, প্রতিরক্ষা, বিমানবন্দর কর্মী, বন্দর কর্মী, রেলকর্মী কোরোনা মোকাবিলার কাজে যুক্ত রয়েছেন তাঁদেরও এই বিমার আওতায় আনা হয়েছে ।