পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বুধবার থেকে টানা 5 দিন ছুটি রাজ্য সরকারি কর্মচারীদের - কলকাতা

সরস্বতী পুজোর জন্য দু'দিন ছুটির ঘোষণা আগেই করেছিল রাজ্য সরকার ৷ এবার আরও একদিন ছুটি বাড়ানো হল ৷ পরের দু'দিন সাপ্তাহিক ছুটি থাকায় বুধবার থেকে টানা পাঁচ দিন ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা ৷

নবান্ন
নবান্ন

By

Published : Jan 26, 2020, 9:25 PM IST

কলকাতা, 26 জানুয়ারি : বুধবার থেকেই সরস্বতী পুজোর ছুটি শুরু হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের । সরস্বতী পুজোর জন্য বৃহস্পতি ও শুক্রবার ছুটি ঘোষণা হয়েছিল আগেই । রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, বুধবারও ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা । শনি, রবি আবার সাপ্তাহিক ছুটি ৷

রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে আগেই ঘোষণা করা হয়েছিল, 30 এবং 31 জানুয়ারি ছুটি থাকবে সরস্বতী পুজোর জন্য । 29 জানুয়ারি সকালের দিকে বসন্ত পঞ্চমী তিথি শুরু হওয়ায় অনেকেই সরস্বতী পুজো বুধবার করবেন । সেই কারণে আরও একদিন অতিরিক্ত ছুটি পাবেন সরকারি কর্মচারীরা । এখানেই হয়ে গেল তিন দিন । বাকি রইল ফেব্রুয়ারি মাসের 1 এবং 2 তারিখ । যথাক্রমে শনি এবং রবিবার । যা সাপ্তাহিক ছুটি ।

রাজ্য সরকারের এই ছুটি ঘোষণায় কর্মসংস্কৃতি কিছুটা হলেও পিছিয়ে পড়বে বলে মনে করেন বিরোধী দলের নেতারা । রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান বলেন, সরকারি কর্মচারীদের প্রাপ্য মহার্ঘ‍্য ভাতা দিতে না পারায় অতিরিক্ত ছুটি দিচ্ছেন মুখ্যমন্ত্রী । রাজ্য সরকারি কর্মচারীদের শান্ত রাখতে চাইছেন তিনি । এতে রাজ্যের কর্মসংস্কৃতি নষ্ট হচ্ছে ।

বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, "অতিরিক্ত একদিন ছুটি দিয়ে রাজ্য সরকার বার্তা দিতে চাইছেন কোষাগার শূন্য । বকেয়া টাকা দিতে না পেরে তাই ছুটি দিচ্ছে । মোটেও খুশি হচ্ছে না সরকারি কর্মী বর্গ ।" শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে বাধ্যতামূলক হাজিরার নির্দেশ দিয়েছিল যে সরকার, তারাই আবার অতিরিক্ত একদিন ছুটি দিচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের । এর থেকেই রাজ্য সরকারের দ্বিচারিতার মনোভাব স্পষ্ট বলে মনে করছেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details