পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Agitation for DA: বকেয়া মহার্ঘভাতার দাবিতে অনশন শুরু, আন্দোলনকে জোরদার করছে রাজ্য সরকারি কর্মচারীরা - symbolic hunger strike demanding DA

বকেয়া মহার্ঘভাতা (DA) দিতে হবে ৷ এই দাবিতে প্রতীকী অনশন শুরু রাজ্য সরকারি কর্মচারীদের ৷ ধর্মতলার শহিদ মিনারে চলছে অনশন ৷

DA
বকেয়া মহার্ঘভাতা

By

Published : Feb 4, 2023, 8:43 PM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি:বর্ধিত হারে বকেয়া মহার্ঘভাতার দাবিতে শনিবার থেকে প্রতীকী অনশন শুরু করলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ (Agitation for DA) । সব মিলিয়ে প্রায় 34টি সংগঠনের নেতৃত্বরা ধর্মতলার শহিদ মিনারে অনশন শুরু করলেন। বিভিন্ন জেলাও একই কায়দায় অনশন শুরু হয়েছে বলেই দাবি বিক্ষোভ-অনশনকারীদের । যতক্ষণ না সরকার বকেয়া মহার্ঘভাতা প্রদানের কথা ঘোষণা করছে, ততক্ষণ আন্দোলন ও অনশন চলবে বলেই বক্তব্য তাদের ।

শুধু বকেয়া মহার্ঘভাতা নয়, রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কয়েক লক্ষ্য শূন্য পদ রয়েছে । সেই সমস্ত শূন্য পদে দ্রুত স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবি তোলা হয়েছে । আন্দোলনকারীদের যুক্তি, ঠিকা চুক্তির মাধ্যমে অযোগ্যদের নিয়োগ করা হচ্ছে । যে নিয়োগে বিপুল পরিমাণ অর্থেরও যোগ রয়েছে । বিক্ষোভকারীদের মধ্যে সন্দীপ ঘোষ বলেন, "ন্যায্য অধিকার অর্থাৎ নিজেদের হক আদায়ের দাবিতে আমরা অবস্থান শুরু করেছি । আজ প্রতীকী অনশন শুরু হয়েছে । কাল পর্যন্ত চলবে ।"

তিনি জানান, গত 9 দিন ধরে মাঘ মাসের রাতে শহিদ মিনারে পড়ে রয়েছেন আন্দোলনকারীরা । এই ঠান্ডার মধ্যেও বসে রয়েছে তাঁরা । প্রথম দিন আন্দোলনের যে ঝাঁঝ ছিল আজ তা কয়েকগুণ বেড়েছে । একজন সরকারি কর্মচারীও হতোদ্যম হননি । আগামিদিনে আরও আন্দোলনের ঝাঁঝ বাড়বে । ডিএ নিয়েই তবে তারা এই জায়গা থেকে উঠবে বলে জানান (State government employees start symbolic hunger strike demanding DA)।

আন্দোলনকে জোরদার করছে রাজ্য সরকারি কর্মচারীরা

বিক্ষোভকারীদের আরও বক্তব্য, "কলকাতা হাইকোর্টের বকেয়া-সহ মহার্ঘভাতা মেটানোর নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করেছে । সরকারের পক্ষ থেকে বারে বারে বিভিন্ন অজুহাত দেওয়া হয়েছে । কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের কর্মীদের ডিএ-র ফারাক এখন 35 শতাংশ । আর কোনও অজুহাত শোনা হবে না । বকেয়া মহার্ঘভাতা প্রদান করতে হবে ৷" গত নয় দিনের মধ্যে একাধিক কর্মসূচি নিয়েছেন আন্দোলনকারীরা । দু'ঘণ্টার কর্মবিরতি হয়েছে । মিছিল হয়েছে । তা শুধু কলকাতা নয় । গোটা রাজ্য জুড়েই বিভিন্ন সরকারি দফতরে দু'ঘণ্টার কর্মবিরতি হয় ।

আরও পড়ুন:ডিএ মেটানোর দাবিতে সরকারি অবসরপ্রাপ্ত ও বর্তমান কর্মীদের ধর্ণমঞ্চে যোগদান

ABOUT THE AUTHOR

...view details