কলকাতা, 23 এপ্রিল : কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA 2020-র জানুয়ারি থেকে 2021-এর জুলাই পর্যন্ত স্থগিত হওয়ার খবরে রীতিমতো চিন্তায় পড়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তাঁদের বক্তব্য, রাজ্য সরকার যদি কেন্দ্রের পথে হেঁটে DA স্থগিত করার সিদ্ধান্ত নেয়, তাহলে বিপাকে পড়বেন তাঁরা। রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা জানাচ্ছেন, এমনিতেই DA বকেয়া রেখেছে রাজ্য সরকার । তারপর যদি এই সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে বেতনে টান পড়বে। এতে চরম সমস্যায় পড়বেন কর্মীরা।
রাজ্য DA স্থগিতের সিদ্ধান্ত নিলে সমস্যায় পড়বেন কর্মীরা, মত একাধিক সংগঠনের - dearness allowance
DA নিয়ে রাজ্য সরকার কেন্দ্রের পথে হাঁটলে সমস্যায় পড়বেন রাজ্য সরকারি কর্মচারীরা । মত কর্মচারী সংগঠনের ।
বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA 2021-এর জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে । কেন্দ্রের দেখানো পথ যদি রাজ্য অনুসরণ করে, তাহলে কী হতে পারে ? কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়ের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, "কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA স্থগিত হলেও সেভাবে কোনও সমস্যা হবে না । রাজ্য সেই পথে হাঁটবে না। হাঁটার কোনও কারণ নেই। নয়া বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 21 শতাংশ DA হয়েছিল। আমরা কোনও DA পাচ্ছি না। এত বড় বিপর্যয়ে সরকারি কর্মচারীদের নিশ্চয় দায়িত্ব থাকে, এটা অস্বীকার করি না। রাজ্য সরকার আমাদের যদি DA দিত তাহলে তা কেটে নেওয়ার পরও কোনও অসুবিধা হত না। এখনও পর্যন্ত DA পেয়ে আসছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। আমরা পাচ্ছি না। এই সিদ্ধান্ত নিলে আমাদের বেতনে কোপ পড়বে। আমাদের সাহায্য করতে হলে বেতন থেকে সাহায্য করতে হবে । সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীদের খুবই অসুবিধা হবে।"
রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সম্পাদক বিজয়শংকর রায় বলেন, "মানুষ আক্রান্ত । ভয়াবহ পরিস্থিতি । সরকার পারছে না বলে করছে। আমাদের আপস করার দরকার হলে করব। কিন্তু হাজার হাজার কোটি টাকার কর্পোরেট সংস্থাগুলিকে ট্যাক্স ছাড় দিয়েছে সরকার। দেশের কালো টাকা উদ্ধার করলে কয়েক লাখ-কোটি টাকা আয় হবে কেন্দ্রীয় সরকারের। তবে এসব না করে সাধারণ মধ্যবিত্ত পরিবারের উপর চাপ দেওয়াটা প্রয়োজন বলে আমি মনে করি না। রাজ্য সরকারি কর্মচারীদের DA দেওয়া হচ্ছে না, তারপর যদি কেন্দ্রের মতো সিদ্ধান্ত নেওয়া তাহলে সমস্যায় পড়বেন তাঁরা।"