কলকাতা, 23 নভেম্বর:'কেন্দ্রের সম-হারে ডিএ'-এর দাবিতে বিধানসভা অভিযান (DA Protest) ৷ আর সেই কর্মসূচি ঘিরেই বাধল ধুন্ধুমার কাণ্ড ৷ পুলিশের (Kolkata Police) সঙ্গে কার্যত হাতাহাতিতে জড়ালেন রাজ্য সরকারি কর্মচারীরা (State Government Employees) ৷ বুধবারের এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল বিধানসভার (West Bengal Assembly) সাউথ গেটের বাইরে ৷ এদিন বর্ধিত এবং বকেয়া ডিএ-এর দাবিতে ধর্মতলা থেকে মিছিল শুরু করে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের যৌথ মঞ্চ ৷ সেই মিছিল ক্রমশ এগোতে থাকে বিধানসভার দিকে ৷ কিন্তু, মিছিল সংরক্ষিত এলাকায় ঢুকতেই বাধা দেয় পুলিশ ৷ দুই পক্ষের মধ্যে শুরু হয় বিবাদ ৷ তা গড়ায় হাতাহাতিতে ৷ টেনে হিঁচড়ে আন্দোলনকারীদের সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ৷
উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া এবং বর্ধিত মহার্ঘ্য ভাতার (ডিএ) দাবি নতুন নয় ৷ বুধবার সেই দাবিতেই পথে নামেন তাঁরা ৷ এদিনের বিধানসভা অভিযানের জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা চত্বর ৷ পরিস্থিতে বেগতিক বুঝে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ ৷ রাজ্য সরকারি কর্মচারীদের মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত পাহারায় ছিল তারা ৷ কিন্তু, তারপরও অশান্তি এড়ানো যায়নি ৷ এদিন লেলিন মূর্তি থেকে বিধানসভা অভিযান শুরু করে সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন ৷ অন্যদিকে, আর একটি মিছিল হাজরা মোড় থেকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগোতে শুরু করে ৷ সেই মিছিলটি কালীঘাট মেট্রো স্টেশনের কাছে পৌঁছতেই আটকে দেয় পুলিশ ৷
আরও পড়ুন:ডিএ বঞ্চনার প্রতিবাদে বিভিন্ন জেলাতেও পথে নামল রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন