কলকাতা, 5 সেপ্টেম্বর : ধুমধাম করে নেতাজি ইন্ডোরে শিক্ষক দিবসের অনুষ্ঠান করেছে রাজ্য সরকার ৷ অথচ তাতে না কি ডাক পায়নি রাজ্যের অনেক শিক্ষক সংগঠন ৷ আমন্ত্রিত ছিলেন শুধুমাত্র শাসকদলের শিক্ষক সংগঠনের সদস্যরা ৷ এমনই অভিযোগ বামপন্থী শিক্ষক সংগঠনগুলির ৷ যদিও তা মানতে চায়নি তৃণমূলের শিক্ষক সংগঠন ৷
শিক্ষক দিবসে সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ার বিষয়ে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বলেন, "সরকারের তরফে কোনও আমন্ত্রণ পাইনি ৷
শাসক দলের শিক্ষক সংগঠনকে শুধু আমন্ত্রণ করা হয়েছে । আমরা আশা করেছিলাম, সরকার সব শিক্ষক সংগঠনকে আমন্ত্রণ জানাবে । সরকার এবং শাসক দল যে মিলেমিশে একাকার হয়ে গেছে এটাই তার প্রমাণ । 'শিক্ষক দিবসেও আমরা-ওরা' করছে । এর তীব্র প্রতিবাদ করছি আমরা । " তাঁর দাবি, তৃণমূলের শিক্ষক সংগঠনের ক্ষেত্রে ব্লকপিছু 20টি করে পাস দেওয়া হয়েছিল ৷ তাঁর কথায়, "শিক্ষক দিবসটা তো কোনও একটা দলের বিষয় নয় । এটা সার্বিক বিষয় । সারা বছর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি । " তাঁরাও কোনও আমন্ত্রণ পায়নি বলে জানান নিখিলবঙ্গ শিক্ষক সমিতি কলকাতা জেলা কমিটির সেক্রেটারি প্রিয় নিয়োগী ৷ তাঁর দাবি, "অনুষ্ঠানে শুধু শাসকদল ছিল । আর সব বিরোধী দলের শিক্ষক সংগঠন এটার বাইরে । শাসকদলের অনুষ্ঠানে যাওয়ার জন্য তাঁদের অন-ডিউটিও দেওয়া হয়েছে ।"
একই বক্তব্য পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসুর ৷ তিনি বলেন, "আলাদা করে কোনও সংগঠনকে তো আমন্ত্রণ করে না এই সরকার । সরকারি স্কুলগুলির প্রধান শিক্ষকদের ডেকেছে । ওরা সরকারপন্থী দুই-একটা হাতা-চামচ ছাড়া কাউকে ডাকে না । শিক্ষক দিবসে ওরা-আমরা নয়, পুরোটাই ওরা । এই সরকার কাউকে সম্মান দেয় বলে আমার মনে হয় না । যে শিক্ষকদের লাঠিপেটা করেছে কয়েকদিন আগে, অনশন করে দাবি আদায় করতে হচ্ছে, তাঁরা আবার শিক্ষক দিবস করার ঔদ্ধত্য দেখায় কী করে?"