কলকাতা, 23 এপ্রিল : ইতিমধ্য়ে বহু বেসরকারি হাসপাতালকে রিকুইজ়িশন দিয়ে কোরোনা চিকিৎসার জন্য চিহ্নিত করেছে রাজ্য সরকার । আজ নবান্নের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, হাসপাতাগুলি সামগ্রিকভাবে চালানোর জন্য এই সময় যে পরিমাণ অর্থ খরচ হচ্ছে , তা একটি নির্দিষ্ট সময়ের ভিত্তিতে ফিরিয়ে দেবে রাজ্য সরকার । কিন্তু এখন সংশ্লিষ্ট হাসপাতালগুলি রোগীদের কাছে কোনও অর্থ দাবি করতে পারবে না।
কোরোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতালগুলির যাবতীয় খরচ ফিরিয়ে দেবে রাজ্য
বেসরকারি হাসপাতালগুলিতে এখন দৈনিক যে পরিমাণ খরচ হচ্ছে, তা একটি নির্দিষ্ট সময়ের ভিত্তিতে ফিরিয়ে দেবে রাজ্য সরকার ।
এখন বেসরকারি হাসপাতালগুলিতে অন্য কোনও রোগের চিকিৎসা হচ্ছে না । শুধুমাত্র কোরোনা বা SARI-র চিকিৎসা করা হচ্ছে । এবং জেলা প্রশাসনের মাধ্যমেই রোগী ভরতি করা হচ্ছে এখানে । কিন্তু দৈনিক হাসপাতাল চালানোর একটি খরচ রয়েছে । যেহেতু অন্য কোনও চিকিৎসা হচ্ছে না, তাই হাসপাতাল চালানোর প্রয়োজনীয় অর্থ সরবরাহের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে । এই পরিস্থিতিতে হাসপাতালগুলির দৈনিক খরচের জন্য জেলা প্রশাসনের তরফেই অ্যাডহক পেমেন্ট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে । এই পরিস্থিতিতে আজ এক নির্দেশিকা জারি হল নবান্নের তরফে । রাজ্য সরকারের তরফে জানানো হল, এই যাবতীয় অর্থ একটি নির্দিষ্ট সময়ের ভিত্তিতে ফিরিয়ে দেওয়া হবে বেসরকারি হাসপাতালগুলিকে । তবে, এখন রোগীদের থেকে কোনওরকম অর্থ দাবি করতে পারবে না। ইতিমধ্যেই রাজ্য সরকার কোরোনা রোগীদের চিকিৎসার জন্য প্যাকেজ নির্দিষ্ট করেছে। সেই বিষয়ে অর্থ দপ্তরের তরফে জারি করা হয়েছে নোটিফিকেশন। সেই প্যাকেজ অনুযায়ী আগামী দিনে ওইসব হাসপাতালে চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করা হবে।
নির্দেশিকায় আরও জানানো হয়েছে, এই পুরো বিষয়টির তদারকি করবেন CMH এবং DDHS(অ্যাডমিন)। সরকারের এই পদক্ষেপ কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।