কলকাতা, 17 সেপ্টেম্বর: শিক্ষা ব্যবস্থায় কী এবার বড় বদলের সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার ? বিশ্ববিদ্যালয়গুলিকে দেওয়া মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি কি এবার ফলতে চলেছে ? 20 সেপ্টেম্বর রাজ্যের এগারোটি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অফিসারদের নবান্নে বৈঠকের জন্য ডাকা হয়েছে ৷ তার পরেই এমনই নানান প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে শিক্ষামহলে ৷ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনগুলির একাংশের মতে, বিকল্প বেতন প্রক্রিয়া চালু করার উদ্দেশ্যেই এই বৈঠক ডাকা হয়েছে ৷ এমনকি বিশ্ববিদ্যালয়গুলির ফিন্যান্স অফিসারদের পাঠানো চিঠিতে এইচআরএমএস নিয়ে আলোচনার কথা বলা হয়েছে ৷ যা আসলে বিকল্প বেতন কাঠামো নিয়ে বৈঠক বলেই মনে করছে সংগঠনগুলি ৷ যা নিয়ে সরব হয়েছে তারা ৷
এতদিন রাজ্যের উচ্চশিক্ষা দফতর অধ্যাপকদের বেতন বিশ্ববিদ্যালয়গুলিকে পাঠাত ৷ সেখানে উপাচার্যের দায়িত্ব থাকত সব বিভাগের অধ্যাপকদের বেতন দেওয়ার ৷ কিন্তু, এই নয়া বেতন প্রক্রিয়া অর্থাৎ এইচআরএমএস চালু হলে, অধ্যাপকদের বেতন দেওয়ার দায়িত্ব সরারসরি উচ্চশিক্ষা দফতরের হাতে চলে যাবে ৷ তারই বিরোধিতা করেছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির অধিকাংশ শিক্ষক সংগঠন ৷ 11টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনের বক্তব্য, রাজ্য সরকারের হাতে যাওয়ার পর কারও বেতন আটকে গেলে বিশ্ববিদ্যালয়ের কিছু করার থাকবে না ৷ তাই বিকল্প বেতন প্রক্রিয়ায় ভরসা রাখতে পারছে না সংগঠনগুলি ৷