পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Meeting at Nabanna: 20 সেপ্টেম্বর 11টি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অফিসারদের নিয়ে বৈঠক নবান্নে - Universities Finance Officers Meeting

Universities Finance Officers Meeting at Nabanna on 20th September: বিকল্প বেতন কাঠামো চালু করতেই কি নবান্নে এগারোটি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অফিসারদের তলব করা হয়েছে ৷ 20 সেপ্টেম্বরের এই বৈঠককে ঘিরে এমনই জল্পনা তৈরি হয়েছে ৷

University Finance Officers Meeting at Nabanna ETV BHART
University Finance Officers Meeting at Nabanna ETV BHART

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 9:02 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর: শিক্ষা ব্যবস্থায় কী এবার বড় বদলের সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার ? বিশ্ববিদ্যালয়গুলিকে দেওয়া মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি কি এবার ফলতে চলেছে ? 20 সেপ্টেম্বর রাজ্যের এগারোটি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অফিসারদের নবান্নে বৈঠকের জন্য ডাকা হয়েছে ৷ তার পরেই এমনই নানান প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে শিক্ষামহলে ৷ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনগুলির একাংশের মতে, বিকল্প বেতন প্রক্রিয়া চালু করার উদ্দেশ্যেই এই বৈঠক ডাকা হয়েছে ৷ এমনকি বিশ্ববিদ্যালয়গুলির ফিন্যান্স অফিসারদের পাঠানো চিঠিতে এইচআরএমএস নিয়ে আলোচনার কথা বলা হয়েছে ৷ যা আসলে বিকল্প বেতন কাঠামো নিয়ে বৈঠক বলেই মনে করছে সংগঠনগুলি ৷ যা নিয়ে সরব হয়েছে তারা ৷

11টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনের প্রতিবাদপত্র

এতদিন রাজ্যের উচ্চশিক্ষা দফতর অধ্যাপকদের বেতন বিশ্ববিদ্যালয়গুলিকে পাঠাত ৷ সেখানে উপাচার্যের দায়িত্ব থাকত সব বিভাগের অধ্যাপকদের বেতন দেওয়ার ৷ কিন্তু, এই নয়া বেতন প্রক্রিয়া অর্থাৎ এইচআরএমএস চালু হলে, অধ্যাপকদের বেতন দেওয়ার দায়িত্ব সরারসরি উচ্চশিক্ষা দফতরের হাতে চলে যাবে ৷ তারই বিরোধিতা করেছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির অধিকাংশ শিক্ষক সংগঠন ৷ 11টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনের বক্তব্য, রাজ্য সরকারের হাতে যাওয়ার পর কারও বেতন আটকে গেলে বিশ্ববিদ্যালয়ের কিছু করার থাকবে না ৷ তাই বিকল্প বেতন প্রক্রিয়ায় ভরসা রাখতে পারছে না সংগঠনগুলি ৷

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের নিয়ে বৈঠক ডেকেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ সেখানে উপস্থিত ছিলেন না অনেকেই ৷ তা নিয়েও ক্ষোভ প্রকাশ করতে শোনা গিয়েছে শিক্ষামন্ত্রীকে ৷ আর সাম্প্রতিককালে রাজ্য এবং রাজ্যপালের মধ্যে 16টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ নিয়ে প্রকাশ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে ৷ তার পরেই রাজ্যপালের হস্তক্ষেপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ৷ এমনকি অর্থনৈতিক বাধার হুঁশিয়ারিও দেন তিনি ৷

উচ্চশিক্ষা দফতরের তরফে 11টি বিশ্ববিদ্যালয়কে পাঠানো 20 সেপ্টেম্বরের বৈঠকের চিঠি

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ যাদবপুরে মৃত ছাত্রের পরিবারের সদস্যদের

এগারোটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, ডায়মন্ডহারবার গার্লস বিশ্ববিদ্যালয়, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, বারাসাত বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, সিধু-কানু বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয় এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় ৷ আগামী বুধবার নবান্নের অর্থ দউতরের 102 নম্বর কনফারেন্স রুমে হবে এই বৈঠক ৷

ABOUT THE AUTHOR

...view details