কলকাতা 28 নভেম্বর: DA মামলায় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আবেদন করল রাজ্য সরকার । 2019-এর 26 জুলাই স্যাটের বিচারপতি রঞ্জিত কুমার বাগ এবং বিচারপতি সুবেশ কুমার দাসের ডিভিশন বেঞ্চ ষষ্ঠ বেতন কমিশন নিয়ে রায় দেন ৷ বলা হয়, যদি ষষ্ঠ বেতন কমিশন না হয় তাহলে এক বছরের মধ্যে 2019 সালের এপ্রিল থেকে বকেয়া মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের মিটিয়ে দিতে হবে ।
কেন্দ্রীয় হারে DA দেওয়ার নির্দেশ দিয়েছিল স্যাট । কিন্তু মাসের পর মাস কেটে গেলেও সরকারি কর্মীদের DA না দেওয়ায় আদালত অবমাননার অভিযোগে স্যাটের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলো । পাশাপাশি গত বছর ডিসেম্বরে ফের এই রায় পুনর্বিবেচনার আবেদন জানায় রাজ্য সরকার । তা নিয়ে দীর্ঘ শুনানির পর চলতি বছরের জুলাইয়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল তাদের পুরোনো রায় বহাল রাখে । অর্থাৎ কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল স্যাট । এবার সেই রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আবেদন করল রাজ্য সরকার ।