কলকাতা, 6 জুলাই: আগামী আট জুলাই রাজ্যের 20 জেলায় সম্পন্ন হবে পঞ্চায়েত নির্বাচন । গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ মিলে 63 হাজার বুথে হবে এই নির্বাচন । রাজ্যের সাধারণ মানুষ যাতে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, সেই কারণে শনিবার সবেতন ছুটি ঘোষণা করল রাজ্য সরকার ।
বৃহস্পতিবার রাজ্য প্রশাসনের তরফে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছেন ৷ সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 8 জুলাই রাজ্য সরকারের সমস্ত অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য সরকারি প্রতিষ্ঠান, দোকান, কলকারখানা-সহ বিভিন্ন বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানে ছুটি থাকবে । ব্যতিক্রম অবশ্যই নির্বাচনের দায়িত্বে থাকা ভোট কর্মী, পুলিশ, চিকিৎসক-সহ অত্যাবশ্যকীয় পেশার সঙ্গে যুক্ত কর্মীরা ৷ যাঁরা এই ছুটির আওতার বাইরে থাকেন । বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 135বি ধারা অনুযায়ী, এই সবেতন ছুটি দেওয়া হচ্ছে ।