কলকাতা, 24 মে : রাজ্য সরকার ও ভারত সেবাশ্রম সংঘের যৌথ উদ্যোগে কমিউনিটি কিচেন তৈরি করে শুরু হল খাদ্য ত্রাণ পরিষেবা । দুই 24 পরগনায় একাধিক কমিউনিটি কিচেন তৈরি করে হাজার হাজার অসহায় মানুষের জন্য শুরু হল পরিষেবা দেওয়ার কাজ । দুর্গত মানুষেরা এই কমিউনিটি কিচেন থেকেই পাচ্ছেন দু'বেলার আহার । রাজ্য সরকারের সার্বিক সহযোগিতায় ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা খাদ্য ও ত্রাণ বণ্টনের কাজ করে চলেছেন ।
মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, রাজ্য সরকারের সহায়তায় দুর্গত মানুষদের জন্য খাদ্য ও ত্রাণের ব্যবস্থা করবে ভারত সেবাশ্রম সংঘ । তিনি বলার পরপরই কাজে নেমে পড়েন সন্ন্যাসীরা । উত্তর ও দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকায় একাধিক কমিউনিটি কিচেন তৈরি করে খাবার সরবরাহ করা শুরু করলেন তাঁরা ।