পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্য সরকার ও ভারত সেবাশ্রম সংঘের যৌথ উদ্যোগে কমিউনিটি কিচেন - amphan cyclone

দুর্গত মানুষেরা এই কমিউনিটি কিচেন থেকেই পাচ্ছেন দু'বেলার আহার । রাজ্য সরকারের সার্বিক সহযোগিতায় ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা খাদ্য ও ত্রাণ বণ্টনের কাজ করে চলেছেন ।

State Government and Bharat Sebashram Sangha are giving Food Relief Service by Community Kitchen
রাজ্য সরকার ও ভারত সেবাশ্রম সংঘের যৌথ উদ্যোগে কমিউনিটি কিচেন করে শুরু হল খাদ্য ত্রাণ পরিষেবা

By

Published : May 24, 2020, 11:55 PM IST

কলকাতা, 24 মে : রাজ্য সরকার ও ভারত সেবাশ্রম সংঘের যৌথ উদ্যোগে কমিউনিটি কিচেন তৈরি করে শুরু হল খাদ্য ত্রাণ পরিষেবা । দুই 24 পরগনায় একাধিক কমিউনিটি কিচেন তৈরি করে হাজার হাজার অসহায় মানুষের জন্য শুরু হল পরিষেবা দেওয়ার কাজ । দুর্গত মানুষেরা এই কমিউনিটি কিচেন থেকেই পাচ্ছেন দু'বেলার আহার । রাজ্য সরকারের সার্বিক সহযোগিতায় ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা খাদ্য ও ত্রাণ বণ্টনের কাজ করে চলেছেন ।

মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, রাজ্য সরকারের সহায়তায় দুর্গত মানুষদের জন্য খাদ্য ও ত্রাণের ব্যবস্থা করবে ভারত সেবাশ্রম সংঘ । তিনি বলার পরপরই কাজে নেমে পড়েন সন্ন্যাসীরা । উত্তর ও দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকায় একাধিক কমিউনিটি কিচেন তৈরি করে খাবার সরবরাহ করা শুরু করলেন তাঁরা ।

প্রসঙ্গত, দক্ষিণ 24 পরগনায় হাসনাবাদের বহু মানুষ ঘরছাড়া । দাসপাড়ায় নদী বাঁধ ভেঙে প্রায় 800 পরিবার গৃহহীন । রাঙাবেলিয়ায় আধ কিলোমিটার রাস্তা ভেঙে গ্রামে জল ঢুকে গেছে । এছাড়াও হরেকৃষ্ণপুর, ফিশারি পাড়া, গোসাবা এলাকাগুলির অবস্থা ভয়াবহ । কমিউনিটি কিচেনে ভাত, ডাল, তরকারি তৈরি করে দুর্গত মানুষদের জন্য পরিবেশন করছেন সন্ন্যাসীরা ।

ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, " রাজ্য সরকারের সহায়তায় কমিউনিটি কিচেন তৈরি করে দুর্গত মানুষদের জন্য খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে । একজনও মানুষ যাতে না খেয়ে না থাকেন সেজন্যই রাজ্য সরকার ও ভারত সেবাশ্রম সংঘ একযোগে কাজ শুরু করেছে । "

ABOUT THE AUTHOR

...view details