কলকাতা, 29 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে আসে রাজ্য সরকারের তৈরি ফ্যাক্ট ফাইন্ডিং টিম । বিশ্ববিদ্যালয়ে এসে তাঁরা প্রায় তিন ঘণ্টা ধরে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর সঙ্গে বৈঠক করেন । বৈঠকের পর তাঁরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলেও যান ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর পর উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করে রাজ্য সরকার । সেই দলের তিন সদস্য মঙ্গলবার বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসেন , বেশ কিছু বিষয় জানতে চান রেজিস্ট্রারের কাছে । ফ্যাক্ট ফাইন্ডিং টিম মূলত অ্যান্টি র্যাগিং স্কোয়াড সম্পর্কে বিশ্ববিদ্যালয় অবগত কি না তা জানতে চায় , ঘটনার দিন কারা কোন আধিকারিকরা দায়িত্বে ছিলেন, কীভাবে হস্টেলের দায়িত্ব পালন করা হয়, এমনকি ওই দিন কারা কারা কখন এসেছেন সেই সব বিষয়ে জানতে চাওয়া হয়েছে । এমনকি কোথায় সিসিটিভি বসানোর চিন্তাভাবনা করা হচ্ছে সেই সব বিষয়ে জিজ্ঞাসা করা হয় রেজিস্ট্রারকে ।
JU Student Death: যাদবপুর বিশ্ববিদ্যালয়কে 7 দিনের মধ্যে রিপোর্ট চাইল রাজ্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম - যাদবপুরে ছাত্রমৃত্যু
রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক ও মেন হস্টেল পরিদর্শন করার পর সাতদিনের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে রিপোর্ট চাইল রাজ্যের তৈরি ফ্যাক্ট ফাইন্ডিং টিম ৷
Published : Aug 29, 2023, 7:45 PM IST
এই বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য জয়শ্রী রায়চৌধুরী বলেন,"আমরা জানতে চেয়েছি এখন কী আছে এবং শেষ পাঁচ বছরে কী ছিল । সেই তথ্য দেখার পরেই আমরা রিপোর্ট তৈরি করব এবং উচ্চশিক্ষা দফতরকে জমা করব ।" বিশ্ববিদ্যালয়কে সাতদিন সময় দিয়েছে ফ্যাট ফাইন্ডিং টিম । তার মধ্যে রিপোর্ট পাঠাতে হবে ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বর্তমানে সব থেকে বড়ো প্রশ্ন সিসিটিভি । কবে লাগানো হবে সিসিটিভি ? এই প্রসঙ্গে অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ জানিয়েছেন, ওয়েবেল একটি রেপুটেড সংস্থা ৷ তাদেরকে যত দ্রুত সম্ভব সিসিটিভি বসাতে বলা হয়েছে । এমনকি রাজ্যের কাছে সিসিটিভি বসানোর বিষয় আর্থিক সহায়তাও চেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় । তবে এবার এই রিপোর্ট দেখেই কি ব্যবস্থা নেবে রাজ্য সরকার ? নাকি তার আগেই কোনও ব্যবস্থা নেওয়া হবে তাই এখন দেখার ।
আরও পড়ুন : রাজ্যের তৈরি ফ্যাক্ট ফাইন্ডিং দল আসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে