কলকাতা, 10 অক্টোবর : কেন্দ্রীয় সরকারের কর্মীদের গতকাল'দীপাবলির উপহার' দিয়েছে কেন্দ্র ৷ কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা (DA) 5 শতাংশ বাড়তে চলেছে বলে গতকাল জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর ৷ কিন্তু এরপর চাপ তৈরি হচ্ছে রাজ্যের উপর ৷ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মীদের DA-এর পার্থক্য বাড়বে ৷ পশ্চিমবঙ্গের সরকারী কর্মী সংগঠনগুলির বক্তব্য, রাজ্য ও কেন্দ্রের DA-র ফারাক 40 শতাংশ ।
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়ের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, "আমরা জানতে পারলাম কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা 5 শতাংশ বৃদ্ধি করা হয়েছে ৷ 2016-র 1 জানুয়ারিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA ছিল 125 শতাংশ । সে দিন থেকেই তাঁদের জন্য নতুন বেতন হার চালু হয় । আজ অবধি কেন্দ্র DA বাড়িয়েছে 17 শতাংশ । পুরানো বেতনের ভিত্তিতে এই বৃদ্ধির পরিমাণ 40 শতাংশ । রাজ্য সরকারি কর্মীরা এখন পুরানো বেতনে ১২৫ শতাংশ DA পান । কেন্দ্রীয় সরকারি কর্মীরা 165 শতাংশ DA পাবেন ৷ কেন্দ্রের থেকে রাজ্যের কর্মীরা 40 শতাংশ DA কম পাচ্ছে । "