কলকাতা, 18 অক্টোবর: সামনেই পঞ্চায়েত নির্বাচন । একদিকে রাজনৈতিক দলগুলি নিজের নিজের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে ৷ অন্যদিকে তোড়জোড় করছে রাজ্য নির্বাচন কমিশন । কমিশন সূত্রে জানা গিয়েছে, নির্বাচন হবে রাজ্য পুলিশ দিয়েই (Panchayat Election responsibility over State Police) ।
পাশাপাশি আগামীকাল অর্থাৎ বুধবার রাজ্যের 20টি জেলার আসন বিন্যাস ও সংরক্ষণ নিয়ে খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন । জানুয়ারি মাসে নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে । তাই আইন অনুসারে ফেব্রুয়ারি মাসের আগে নির্বাচন করা সম্ভব নয় । নবান্ন সূত্রে জানা গিয়েছে, 2023-এর ফেব্রুয়ারির মধ্যেই পঞ্চায়েত নির্বাচন শেষ করতে চায় রাজ্য সরকার ।