কলকাতা, 17 এপ্রিল: রাজ্যে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে সমস্ত জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন । মঙ্গলবার ভার্চুয়ালি এই বৈঠক হবে বলে জানা গিয়েছে ৷ জেলাগুলোর পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়েই এই বৈঠকে আলোচনা হবে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে ।
রাজনৈতিক দল থেকে শুরু করে রাজ্য নির্বাচন কমিশন - সব ক্ষেত্রেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি । যে কোনও দিন রাজ্যে নির্ঘণ্ট প্রকাশ করবে রাজ্য নির্বাচন কমিশন । তার আগে আগামিকাল, অর্থাৎ মঙ্গলবার জেলাশাসকদের সঙ্গে এক প্রস্থ বৈঠক সারতে চায় রাজ্য নির্বাচন কমিশন । এই বৈঠক হবে ভার্চুয়ালি । সবকটি জেলার পঞ্চায়েত দফতরের প্রস্তুতি কতটা এগলো, তা খতিয়ে দেখা হবে ।
এই দাবদাহের মধ্যে পঞ্চায়েত নির্বাচন করার ক্ষেত্রে কী কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে । নির্বাচনী কাজের সঙ্গে যাঁরা যুক্ত থাকবেন অর্থাৎ ভোটকর্মীরা, তাঁদের জন্য কী ব্যবস্থা নেওয়া হবে, নিরাপত্তা ব্যবস্থাই বা কেমন হবে, এই বিষয়গুলিও আলোচনায় উঠে আসতে পারে ।
অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন আর কারা পারবেন না, তা নিয়ে নির্দেশিকা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন । কমিশনের পক্ষ থেকে সমস্ত জেলাশাসকদের এবং পঞ্চায়েত আধিকারিকদের কাছে পৌঁছেছে এই নির্দেশিকা । কারা পঞ্চায়েতে প্রার্থী হতে পারবেন এবং কারা হতে পারবেন না, তা নির্দেশিকায় সুস্পষ্ট করে উল্লেখ করা হয়েছে ।
বিজ্ঞপ্তি অনুসারে যাঁরা প্রার্থী হতে পারবেন:
অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা
আশা কর্মী
স্কুলের শিক্ষক-শিক্ষিকা
প্যারা টিচার
সিভিল ডিফেন্স ভলান্টিয়ার