কলকাতা, 26 জুন: আদালতের নির্দেশের পর রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রকে চিঠি পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন ৷ এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে 315 কোম্পানি পাঠানো নিয়ে সম্মতি মিলেছে ৷ এই প্রেক্ষিতে এই 315 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোথায় এবং কীভাবে মোতায়েন করা হবে তা নিয়ে সোমবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক চিঠি দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশনকে । এদিন বিকেলে এই চিঠির জবাব দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন ৷
সূত্রের খবর, সেই চিঠিতে কমিশন জানিয়েছে কোথায় কত বাহিনী বা কোন ধরনের বাহিনী মোতায়ন করা হবে সেই সিদ্ধান্ত রাজ্য কমিশন নেয় না । তবে বাহিনী মোতায়েনের একটি ব্লু-প্রিন্ট রাজ্য প্রশাসনের তরফে কমিশনকে দেওয়া হয়েছে ৷ সেই বিবরণ কেন্দ্রকে পাঠিয়েছে কমিশন ৷ এরপরেই এদিন সন্ধ্যার দিকে রাজ্য নির্বাচন কমিশন থেকে বেরনোর সময় কমিশনার রাজীবা সিনহাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এই বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলতে পারবেন না ৷
রাজীবা সিনহা বলেন, "আমরা প্রতিদিন বৈঠক করছি । চিঠি দিচ্ছি । রিমাইন্ডার দিচ্ছি । আগে 315 এবং 485 বাহিনী পাঠানোর জন্য চিঠি পাঠানো হয়েছে । তবে 315 তো শুধু পেপারে লিখে দিলে হবে না আগে জেলায় পাঠাক । ওরা বলছে তাড়াতাড়ি দেবে ।" অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্য নির্বাচন কমিশনের কাছে 315 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে যে ব্লু প্রিন্ট চেয়ে যে পাঠানো হয়েছে, তার পরেই এদিন কেন্দ্রীয় বাহিনীর নোডাল আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার ।