পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: বাহিনী মোতায়েন পরিকল্পনা কেন্দ্রকে পাঠাল কমিশন, চার গ্রাম পঞ্চায়েতে হচ্ছে না ভোট - deployment of capf

পঞ্চায়েত ভোটে বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷ তার জবাব দিয়েছে কমিশন ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : Jun 26, 2023, 10:26 PM IST

Updated : Jun 26, 2023, 10:43 PM IST

রাজ্য নির্বাচন কমিশনারের বক্তব্য

কলকাতা, 26 জুন: আদালতের নির্দেশের পর রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রকে চিঠি পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন ৷ এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে 315 কোম্পানি পাঠানো নিয়ে সম্মতি মিলেছে ৷ এই প্রেক্ষিতে এই 315 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোথায় এবং কীভাবে মোতায়েন করা হবে তা নিয়ে সোমবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক চিঠি দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশনকে । এদিন বিকেলে এই চিঠির জবাব দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন ৷

সূত্রের খবর, সেই চিঠিতে কমিশন জানিয়েছে কোথায় কত বাহিনী বা কোন ধরনের বাহিনী মোতায়ন করা হবে সেই সিদ্ধান্ত রাজ্য কমিশন নেয় না । তবে বাহিনী মোতায়েনের একটি ব্লু-প্রিন্ট রাজ্য প্রশাসনের তরফে কমিশনকে দেওয়া হয়েছে ৷ সেই বিবরণ কেন্দ্রকে পাঠিয়েছে কমিশন ৷ এরপরেই এদিন সন্ধ্যার দিকে রাজ্য নির্বাচন কমিশন থেকে বেরনোর সময় কমিশনার রাজীবা সিনহাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এই বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলতে পারবেন না ৷

রাজীবা সিনহা বলেন, "আমরা প্রতিদিন বৈঠক করছি । চিঠি দিচ্ছি । রিমাইন্ডার দিচ্ছি । আগে 315 এবং 485 বাহিনী পাঠানোর জন্য চিঠি পাঠানো হয়েছে । তবে 315 তো শুধু পেপারে লিখে দিলে হবে না আগে জেলায় পাঠাক । ওরা বলছে তাড়াতাড়ি দেবে ।" অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্য নির্বাচন কমিশনের কাছে 315 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে যে ব্লু প্রিন্ট চেয়ে যে পাঠানো হয়েছে, তার পরেই এদিন কেন্দ্রীয় বাহিনীর নোডাল আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার ।

বাহিনী মোতায়েনের প্রাথমিক পরিকল্পনা

এরপরেই এদিন বিকেলের দিকে জানা যায়, জেলা ভিত্তিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের 'ব্লু প্রিন্ট' অর্থাৎ কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী থাকবে তার বিবরণ দিয়ে একটি চিঠি কেন্দ্রকে দিয়েছে কমিশন । সূত্র মারফৎ জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো সেই চিঠিতে বলা হয়েছে, সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হতে পারে মুর্শিদাবাদ জেলায় । এখানে 26 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হতে পারে । বাঁকুড়ায় 24 কোম্পানি ,উত্তর 24 পরগনায় 22 কোম্পানি, দক্ষিণ 24 পরগনা 18 কোম্পানি এবং পূর্ব বর্ধমান 20 কোম্পানি বাহিনী মোতায়েন করা হতে পারে ।

আরও পড়ুন:স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠির পর ফের কমিশনে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা

অন্যদিকে, এদিন রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে চারটি গ্রাম পঞ্চায়েতে প্রার্থীদের মৃত্যু হয়েছে বলে সেইসব জায়গায় কাউন্টার ম্যান্ডেট হয়েছে । অর্থাৎ, সেইসব জায়গায় ভোট হবে না । তবে পঞ্চায়েত নিয়ম অনুসারে পরে সেই সব আসনে উপ-নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েত রাজ গঠন করা হয় । এই চারটি গ্রাম পঞ্চায়েত হল: পূর্ব বর্ধমানের বড় বেলুন (এক), দক্ষিণ 24 পরগনার মগরাহাট পশ্চিম, দক্ষিণ দিনাজপুরের আকচা গ্রাম পঞ্চায়েত ও কালিম্পং এর ডংরা গ্রাম পঞ্চায়েত ৷

Last Updated : Jun 26, 2023, 10:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details