পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: মনোনয়নে কোনও মৃত্যু ঘটেনি, স্পষ্ট বক্তব্য কমিশনের - পঞ্চায়েত ভোটেকে কেন্দ্র করে রাজ্যে

যেখানে রাজ্যে পঞ্চায়েতে মনোনয়নকে কেন্দ্র করে বৃহস্পতিবার গোটা দিন দেখা গেল চোপড়া এবং ভাঙড়ে একের পর এক মৃত্যুর খবর, সেখানে বেমালুম মৃত্যু হয়নি বলে জানাল খোদ রাজ্য নির্বাচন কমিশন ।

Etv Bharat
স্পষ্ট বক্তব্য কমিশনের

By

Published : Jun 16, 2023, 10:13 PM IST

Updated : Jun 16, 2023, 10:55 PM IST

কলকাতা, 16 জুন: পঞ্চায়েত ভোটেকে কেন্দ্র করে রাজ্যে কোনও মৃত্যুর খবর নেই ! এমনটাই শুক্রবার রাতে দাবি করল খোদ রাজ্য নির্বাচন কমিশন । এমনকী যেখানে রাজ্যে পঞ্চায়েতে মনোনয়নকে কেন্দ্র করে বৃহস্পতিবার গোটা দিন দেখা গেল চোপড়া এবং ভাঙড়ে একের পর এক মৃত্যুর খবর, সেখানে বেমালুম মৃত্যু হয়নি বলে জানাল খোদ রাজ্য নির্বাচন কমিশন । তবে শুধু বিরোধীরা নয়, যেখানে খোদ মুখ্যমন্ত্রী দাবি করছেন ভোটের মনোনয়নকে ঘিরে তৃণমূলের দুই কর্মীর মৃত্যু হয়েছে, তা মানতে নারাজ তারই পুলিশ । রাজ্য নির্বাচন কমিশনের এক শীর্ষ আধিকারিক এদিন ইটিভি ভারতকে জানিয়েছেন, জেলা পুলিশের তরফে কমিশনের কাছে কোনও মৃত্যুর তথ্য আসেনি । যার জেরে, মনোনয়নকে ঘিরে রাজ্যে আদৌ কোনও মৃত্যুর ঘটনা ঘটেছে বলতে পারছে না নির্বাচন কমিশন ।

রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়নকে কেন্দ্র করে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা যায় রাজ্যজুড়ে । মনোনয়নের প্রথমদিনই মুর্শিদাবাদের খড়গ্রামে মৃত্যু হয় এক কংগ্রেস কর্মীর । সেখেন থেকেই অব্যাহত থাকে হিংসার ছবি মনোনয়নের শেষদিন পর্যন্ত । বৃহস্পতিবারই উত্তর দিনাজপুরের চোপড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় মোট পাঁচ জনের । ভাঙড়ে মৃত তিন জনের মধ্যে দু'জন তৃণমূল কর্মী বলেও জানানো হয়েছে রাজ্যের শাসকদলের পক্ষ থেকে । এমনকী এদিন নামখানার জনসভা থেকে মনোনয়নে মৃত্যুর ঘটনা নিয়ে উষ্মা প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী । কিন্তু মুখ্যমন্ত্রী স্বীকার করলেও, মৃত্যুর খবর মানতে নারাজ খোদ তারই পুলিশ । এদিন কমিশনের এক আধিকারিক জানান, পুলিশ যে রিপোর্ট পাঠিয়েছে, তাতে মৃত্যুর খবর না-থাকলেও, আহতের খবর আছে ।

আরও পড়ুন:কেন্দ্রীয় বাহিনী নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে কমিশন ও রাজ্য

কমিশন সূত্রে খবর, এদিন পুলিশ যে রিপোর্ট দিয়েছে তাতে মোট 100 জন আহত হয়েছে । বেশ কিছু বোমা উদ্ধার হয়েছে তাও জানিয়েছে পুলিশ । কিন্তু মৃত্যুর কোনও ঘটনা ঘটেনি । কমিশনের ওই আধিকারিক জানান, পুলিশের রিপোর্টের উপর ভিত্তি করেই কমিশনকে রিপোর্ট তৈরি করতে হয় । এক্ষেত্রে জেলা পুলিশের রিপোর্টের উপর কোনও কিছুই করার নেই কমিশনের। তবে রাজ্যের পঞ্চায়েত ভোটের মনোনয়নে ঘটা অশান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন খোদ হাইকোর্টের প্রধান বিচারপতি থেকে রাজ্যপাল সকলেই। তাতে অবশ্য হোলদোল দেখা গেল না রাজ্য নির্বাচন কমিশন এবং জেলা পুলিশের ।

Last Updated : Jun 16, 2023, 10:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details