কলকাতা, 16 জুন: পঞ্চায়েত ভোটেকে কেন্দ্র করে রাজ্যে কোনও মৃত্যুর খবর নেই ! এমনটাই শুক্রবার রাতে দাবি করল খোদ রাজ্য নির্বাচন কমিশন । এমনকী যেখানে রাজ্যে পঞ্চায়েতে মনোনয়নকে কেন্দ্র করে বৃহস্পতিবার গোটা দিন দেখা গেল চোপড়া এবং ভাঙড়ে একের পর এক মৃত্যুর খবর, সেখানে বেমালুম মৃত্যু হয়নি বলে জানাল খোদ রাজ্য নির্বাচন কমিশন । তবে শুধু বিরোধীরা নয়, যেখানে খোদ মুখ্যমন্ত্রী দাবি করছেন ভোটের মনোনয়নকে ঘিরে তৃণমূলের দুই কর্মীর মৃত্যু হয়েছে, তা মানতে নারাজ তারই পুলিশ । রাজ্য নির্বাচন কমিশনের এক শীর্ষ আধিকারিক এদিন ইটিভি ভারতকে জানিয়েছেন, জেলা পুলিশের তরফে কমিশনের কাছে কোনও মৃত্যুর তথ্য আসেনি । যার জেরে, মনোনয়নকে ঘিরে রাজ্যে আদৌ কোনও মৃত্যুর ঘটনা ঘটেছে বলতে পারছে না নির্বাচন কমিশন ।
রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়নকে কেন্দ্র করে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা যায় রাজ্যজুড়ে । মনোনয়নের প্রথমদিনই মুর্শিদাবাদের খড়গ্রামে মৃত্যু হয় এক কংগ্রেস কর্মীর । সেখেন থেকেই অব্যাহত থাকে হিংসার ছবি মনোনয়নের শেষদিন পর্যন্ত । বৃহস্পতিবারই উত্তর দিনাজপুরের চোপড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় মোট পাঁচ জনের । ভাঙড়ে মৃত তিন জনের মধ্যে দু'জন তৃণমূল কর্মী বলেও জানানো হয়েছে রাজ্যের শাসকদলের পক্ষ থেকে । এমনকী এদিন নামখানার জনসভা থেকে মনোনয়নে মৃত্যুর ঘটনা নিয়ে উষ্মা প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী । কিন্তু মুখ্যমন্ত্রী স্বীকার করলেও, মৃত্যুর খবর মানতে নারাজ খোদ তারই পুলিশ । এদিন কমিশনের এক আধিকারিক জানান, পুলিশ যে রিপোর্ট পাঠিয়েছে, তাতে মৃত্যুর খবর না-থাকলেও, আহতের খবর আছে ।