কলকাতা, 23 ফেব্রুয়ারি: আর কয়েক মাসের মধ্যেই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন (WB Panchayat Election) । পাঁচ বছর পর রাজ্যে আবারও বেজে উঠেছে পঞ্চায়েত স্তরে জনপ্রতিনিধি নির্বাচনের দামামা । বৃহস্পতিবার রাজ্যের গ্রাম পঞ্চায়েতগুলির খসড়া ভোটার তালিকা প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) ।
যদিও এখনও চূড়ান্ত ভাবে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হয়নি ৷ তবে নির্বাচনে যে আর বেশি বিলম্ব নেই তা স্পষ্ট । তাই ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন । যদিও ওয়াকিবহাল মহলের মতে রাজ্যে যেহেতু বৃহস্পতিবার থেকে থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা এবং তারপরেই উচ্চমাধ্যমিক পরীক্ষাও রয়েছে । তাই এই দুটি পরীক্ষা শেষ হলেই হয়তো ঘোষণা হতে পারে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ (Panchayat Election 2023) ৷
এদিন রাজ্য কমিশনের পক্ষ থেকে পঞ্চায়েত এলাকাগুলির খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হলেও এখনও চলবে আরও কিছু কাজ (draft voter list) । আর তারপরেই আগামী 10 মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা । এদিন প্রকাশিত ভোটার তালিকায় দেখা যাচ্ছে যে 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের তুলনায় এবার ভোটারের সংখ্যা বেড়েছে অনেকটাই । গতবারের তুলনায় 58 লক্ষেরও বেশি ভোটারদের নাম যুক্ত হয়েছে তালিকায় ।