পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WB Panchayat Election: প্রকাশিত পঞ্চায়েত নির্বাচনের খসড়া তালিকা, আসন বাড়ছে তিন স্তরেই - draft of panchayat election 2023

2023 সালের প্রথম দিকেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ তার আগে 19 অক্টোবর পঞ্চায়েতের আসন বিন্যাস নিয়ে খসড়া তালিকা প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন (Draft of WB Panchayat Election Published) ৷

Panchayat Election 2023
ETV Bharat

By

Published : Oct 20, 2022, 7:05 AM IST

কলকাতা, 20 অক্টোবর: বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন । রাজনৈতিক দল থেকে শুরু করে রাজ্য নির্বাচন কমিশন- কোমর বেঁধেছে সবাই । এই নির্বাচনের খসড়া ভোটার তালিকা বুধবার প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন । 20 টি জেলার পঞ্চায়েতের নতুন আসন বিন্যাস সংক্রান্ত খসড়া তালিকা প্রকাশিত হয়েছে (West Bengal Panchayat Election) ।

প্রাথমিক তালিকা অনুসারে ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রতিটি স্তরেই আসন সংখ্যা বৃদ্ধি পেয়েছে । 2018 সালের তুলনায় জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত স্তরে আসন সংখ্যা বেড়েছে । নতুন তালিকা অনুসারে জেলা পরিষদে মোট আসন বেড়েছে 103টি । আগে আসন সংখ্যা ছিল 825টি । এখন তা বেড়ে 928টি হয়েছে । পঞ্চায়েত সমিতি স্তরে আসন বেড়েছে 281টি । এই স্তরে আসনের সংখ্যা 9 হাজার 217 থেকে বেড়ে 9 হাজার 498টি হয়েছে । গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রেও আসন সংখ্যা অনেকটাই বেড়েছে । 2018-র তুলনায় গ্রাম পঞ্চায়েতে আসন সংখ্যা বেড়েছে 13 হাজার 712টি ।

আরও পড়ুন: রাজ্য পুলিশ দিয়ে পঞ্চায়েত ভোট হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

এবার আগামী 2 নভেম্বর পর্যন্ত 20টি জেলার মানুষ জেলাশাসক ও রাজ্য নির্বাচন কমিশনের কাছে কোনও অভিযোগ বা সংশোধন থাকলে তা জানাতে পারবেন । এরপর 7-16 নভেম্বর পর্যন্ত তালিকা সংশোধনের কাজ হবে । নভেম্বরের শেষ সপ্তাহে রাজ্য নির্বাচন কমিশনের তরফে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে । ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে প্রধান, উপপ্রধান, সভাপতি, সহ-সভাপতি, সভাধিপতি এবং সহ-সভাধিপতি পদে সংরক্ষণের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে কমিশন সূত্রে ।

ABOUT THE AUTHOR

...view details