কলকাতা, 20 অক্টোবর: বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন । রাজনৈতিক দল থেকে শুরু করে রাজ্য নির্বাচন কমিশন- কোমর বেঁধেছে সবাই । এই নির্বাচনের খসড়া ভোটার তালিকা বুধবার প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন । 20 টি জেলার পঞ্চায়েতের নতুন আসন বিন্যাস সংক্রান্ত খসড়া তালিকা প্রকাশিত হয়েছে (West Bengal Panchayat Election) ।
প্রাথমিক তালিকা অনুসারে ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রতিটি স্তরেই আসন সংখ্যা বৃদ্ধি পেয়েছে । 2018 সালের তুলনায় জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত স্তরে আসন সংখ্যা বেড়েছে । নতুন তালিকা অনুসারে জেলা পরিষদে মোট আসন বেড়েছে 103টি । আগে আসন সংখ্যা ছিল 825টি । এখন তা বেড়ে 928টি হয়েছে । পঞ্চায়েত সমিতি স্তরে আসন বেড়েছে 281টি । এই স্তরে আসনের সংখ্যা 9 হাজার 217 থেকে বেড়ে 9 হাজার 498টি হয়েছে । গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রেও আসন সংখ্যা অনেকটাই বেড়েছে । 2018-র তুলনায় গ্রাম পঞ্চায়েতে আসন সংখ্যা বেড়েছে 13 হাজার 712টি ।