কলকাতা, 10 জুন: জাতীয় দলের তকমা চলে গিয়েছে ৷ তবে আঞ্চলিক দল হিসেবে জাতীয় দলের প্রতীক ফিরে পেল সিপিআই ও আরএসপি ৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচনী আইন অনুসারে এই দু'টি রাজনৈতিক দলের জাতীয় প্রতীকই রইল ৷ পাশাপাশি নির্বাচনের প্রচারে রাজনৈতিক সভার আয়োজন নিয়ে 16 দফার বিশেষ নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন।
সম্প্রতি রাজ্য নির্বাচন কমিশনের কাছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (সিপিআই) এবং রেভোলিউশনারি সোশ্যালিস্ট পার্টি (আরএসপি) দল দু'টি তাদের জাতীয় প্রতীকের জন্য আবেদন জানিয়েছিল ৷ রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের আবেদন খতিয়ে দেখা হয় ৷ পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে এই দুটি দলের অবস্থান, কর্মী-সমর্থক সংখ্যা সমেত আরও বেশ কয়েকটি বিষয় মূল্যায়ন করা হয় ৷ তারপর তাদের জাতীয় প্রতীক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন ৷
অন্যদিকে, শুক্রবার প্রকাশিত হয়েছে বাংলার পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ৷ আর তারপরেই রাজ্য নির্বাচন কমিশন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ৷ 8 জুলাই নির্বাচন হওয়ায় হাতে একমাস সময় নেই ৷ 9 জুন সাংবাদিক বৈঠকের পরে লাগু হয়েছে আদর্শ নির্বাচনী আচরণ বিধি ৷ বেশ কয়েকটি জায়গায় দেওয়াল লিখনের কাজও শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আবহেই অমিত শাহের সঙ্গে বৈঠকে শুভেন্দু
এই আচরণ বিধি মেনেই 16 দফা শর্ত মেনে নির্বাচনী প্রচার ও সভা করার অনুমতি দেওয়া হবে রাজনৈতিক দলগুলিকে ৷ এ নিয়ে ইতিমধ্যে একটি নির্দেশিকাও প্রকাশ করেছে কমিশন ৷ নির্বাচনী প্রচারের বাইক ও সাইকেল ব্যবহার করা যাবে না ৷ কোনও জায়গায় নির্বাচনী সভা করার তিন দিন আগে প্রশাসনকে জানতে হবে ৷ অন্তত তিন দিন আগে স্থানীয় থানায় অনুমতির ডুপ্লিকেট কপি জমা দিতে হবে ৷ সকল 10টা থেকে রাত 8টার মধ্যে থানায় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে ৷
একদিন একটি রাজনৈতিক দল একটি থানার অন্তর্গত সর্বাধিক তিনটি সভা করতে পারবে ৷ কোনও বেসরকারি জায়গায় সভা করতে হলে যাঁর জমির উপর এই সভা হবে, সেই জমির মালিকের থেকে এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে সেটিও জমা করতে হবে ৷ কোনও রাজনৈতিক দল আগেভাগে প্রয়োজনীয় তথ্য জমা দিলে, সেই দলটিই সভা করার অগ্রাধিকার পাবে ৷
আরও পড়ুন: 'পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনই প্রস্তুত নয়', কটাক্ষ সেলিমের
একটি রাজনৈতিক সভা থেকে অন্য রাজনৈতিক সভার দূরত্ব অন্ততপক্ষে 300 মিটার হতে হবে ৷ সভাস্থল থেকে কমিশন নির্ধারিত নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে লাউডস্পিকার লাগাতে হবে ৷ এই ধরনের 16 দফা দাবিদাওয়া মেনেই রাজনৈতিক সভা করা যাবে বলে জানিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন ৷ সবমিলিয়ে বলাই যায় নির্বাচনের প্রচারে ঝ়ড় ওঠা এখন শুধুই সময়ের অপেক্ষা ।