কলকাতা, 21 জুন: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ফোর্থ পোলিংয়ের কাজে প্রাথমিক শিক্ষক, পার্শ্ব শিক্ষক ও মেডিক্যাল অফিসারদের ব্যবহার করা যাবে না । বুধবার এই মর্মে নির্দেশিকা প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন । নির্দেশিকায় রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, প্রাথমিক শিক্ষক, পার্শ্বশিক্ষকদের ভোটে ফোর্থ পোলিংয়ের কোনও কাজের জন্য ব্যবহার করা যাবে না । পাশাপাশি মেডিক্যাল অফিসারদের নির্বাচনের কোনও কাজেই ব্যবহার না করতে বলা হয়েছে।
ইতিমধ্যেই এই নির্দেশিকা সমস্ত জেলা শাসকদের কাছে পাঠানো হয়েছে । তাতে দেখা গিয়েছে, বিভিন্ন সময় প্রাথমিক শিক্ষক, পার্শ্বশিক্ষক এবং মেডিক্যাল অফিসারদের ফোর্থ পোলিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে । এই ধরনের ঘটনা চোখে পড়েছে কমিশনের । মেডিক্যাল অফিসারকেও ভোটের ফোর্থ পোলিংয়ের ডিউটি দেওয়া হয়েছে । তাই এবারের পঞ্চায়েত নির্বাচনে আর এমনটা করা চলবে না । বুধবার সকালে জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের চিঠি লিখে এই নির্দেশের কথা জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব ।