পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কমিশন ও রাজ্য - Supreme Court

এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন ৷ পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল ৷ তার বিরুদ্ধে আজ সুপ্রিম কোর্টে আবেদন করল কমিশন ৷

Panchayat Elections 2023 ETV BHARAT
Panchayat Elections 2023

By

Published : Jun 17, 2023, 1:44 PM IST

Updated : Jun 17, 2023, 3:14 PM IST

কলকাতা, 17 জুন: কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন করানোর রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টে ৷ এ বার সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন ৷ গত বৃহস্পতিবার দিনভর হওয়া অশান্তি ও প্রাণহানির ঘটনায় হাইকোর্ট পুরো রাজ্যে কেন্দ্রীয়বাহিনী দিয়ে নির্বাচনের নির্দেশ দিয়েছিল ৷ সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আবেদন করার একটা সম্ভাবনা গতকাল থেকেই শোনা যাচ্ছিল ৷ আজ সেই সম্ভাবনাকে সত্যি করে, রাজ্য নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে ৷ রাজ্য সরকারের তরফেও এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে ৷ শনিবার শীর্ষ আদালত বন্ধ থাকায় ই-ফাইলিংয়ের মাধ্যমে আবেদন জানানো হয়েছে ৷

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশ করাকে ঘিরে গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা ৷ অভিযোগ ছিল রাজ্যের বিভিন্ন জেলায় বিরোধী দলের প্রার্থীদের মনোনয়ন পেশ করতে দেওয়া হয়নি ৷ এমনকি মনোনয়ন পেশের শেষদিনে ভাঙড়ে 3 জন ও চোপড়ায় 2 জনের মৃত্যু হয় ৷ এই সব ঘটনার জেরে রাজ্য নির্বাচন কমিশনের শান্তিপূর্ণভাবে ভোট করানো মানসিকতা নেই বলে মন্তব্য করে বিচারপতি ৷

আরও পড়ুন:ভাঙড় থেকে সন্ত্রাসমুক্ত পঞ্চায়েত নির্বাচনের প্রতিশ্রুতি রাজ্যপালের

এই সপ্তাহের শুরুতে আদালত রায় দিয়েছিল প্রয়োজন মতো রাজ্য নির্বাচন কমিশন বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে ৷ কিন্তু, বৃহস্পতিবার মনোনয়ন পেশ করাকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ হয় হাইকোর্ট ৷ নির্বাচন কমিশনের মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতিরা ৷ সেদিন শুনানিতে রাজ্যের আইনজীবী আদালতে দাবি করেছিলেন, ‘‘বিগত কয়েকটি পঞ্চায়েত নির্বাচনের পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাবে, এবার বিরোধী রাজনৈতিক দলগুলি আশানুরূপ মনোনয়ন জমা করতে পেরেছে ৷ কিছু জায়গায় অপ্রীতিকর পরিস্থিতি ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে মনোনয়ন ৷ টিভি চ্যানেলের খবর দেখে প্রধান বিচারপতির বেঞ্চ যেন সিদ্ধান্ত না নেন ৷’’

আরও পড়ুন:সুকান্তর সঙ্গে বৈঠকের পরই রাজ্য নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের

অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশনের বক্তব্য ছিল, ‘‘সাতটি স্পর্শকাতর জেলা চিহ্নিত করার কাজ চলছে ৷ কত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী লাগতে পারে ? তা খুব শীঘ্রই জানা যাবে ৷’’ কিন্তু, রাজ্য নির্বাচন কমিশনের ঢিলেঢালা মনোভাব দেখে ক্ষুব্ধ হন বিচারপতি ৷ যার পরেই আদালত রাজ্যের সব জেলাতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেয় ৷ বৃহস্পতিবার আদালতের নির্দেশ পাওয়ার পর, গতকাল নির্বাচন কমিশন ও রাজ্যের মধ্যে দীর্ঘ বৈঠক চলে ৷ সেই বৈঠক থেকেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য নির্বাচন কমিশন ৷

Last Updated : Jun 17, 2023, 3:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details