কলকাতা, 7 জুলাই:রাত পোহালেই রাজ্যে পঞ্চায়েত ভোট ৷ আর তার আগে বাহিনী জট অব্য়াহত ৷ বাকি 485 কোম্পানি বাহিনী কখন এসে পৌঁছবে রাজ্যে, তা নিয়ে চরম ধোঁয়াশায় রয়েছে খোদ রাজ্য নির্বাচন কমিশন ৷ এর মাঝেই অবশ্য শুক্রবার একদিকে এয়ারলিফট করে লেহ থেকে বাহিনী পাঠাল কেন্দ্র, অন্যদিকে কমিশনের কাছে বাহিনী মোতায়েন নিয়ে আরও একদফা নির্দেশিকা পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক ৷ যেখানে স্পষ্ট বলা হয়েছে মুর্শিদাবাদ-সহ আরও পাঁচ রাজ্যে বেশি সংখ্যক বাহিনী মোতায়েন করতে হবে ৷ কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে পর্যাপ্ত সংখ্যক বাহিনীই এসে পৌঁছয়নি এখনও রাজ্যে, সেখানে তাদের মোতায়েনের এই নির্দেশিকা আদৌ কতটা যুক্তিযুক্ত ?
এদিন সকালেই পানাগড়ে এসে পৌঁছয় পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ কমিশন সূত্রে খবর, এদিন লেহ থেকে পাঁচ কোম্পানি বাহিনী বায়ুসেনার বিশেষ বিমানে রাজ্যে এসে পৌঁছয় ৷ পানাগড়ে বায়ুসেনার ঘাঁটিতে অবতরণের পর সেখান থেকে নির্দিষ্ট জেলাগুলিতে মোতায়ন করা হবে সেই বাহিনীকে। অন্যদিকে, এদিনই স্বরাষ্ট্রমন্ত্রক থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এক সেকশন বাহিনীকে মোতায়েন করতে হবে ৷ কমিশন সূত্রে জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রকের কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সেই প্রস্তাব মেনে নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আইজি বিএসএফ এসসি বুদাকোডির প্রস্তাব মেনে নিয়ে সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে নির্দিষ্ট পরিকল্পনা-সহ চিঠি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।