পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পঞ্চায়েত নির্বাচনে আদালত অবমাননার মামলায় হাইকোর্টে হাজিরা রাজীবা সিনহার - Panchayat Elections Violence

State EC Rajiba Sinha Appers to Calcutta HC: পঞ্চায়েত ভোটে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে ৷ সেই মামলায় এবার কলকাতা হাইকোর্টে হাজির হলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা ৷ আজ আইনজীবীকে সঙ্গে নিয়ে আদালতে আসেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 2:43 PM IST

কলকাতা, 24 নভেম্বর: পঞ্চায়েত নির্বাচনে আদালত অবমাননার মামলায় আজ আদালতে উপস্থিত হলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা ৷ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে এই মামলার শুনানি ছিল ৷ তাঁর বিরুদ্ধে আদালতের রুল জারি করার যে নির্দেশ দেওয়া হয়েছিল, এ দিন তারই জবাব দিতে আদালতে আসেন তিনি ৷ কিন্তু, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের কাছে তিনি সময় চান, জারি করা রুলের জবাব দেওয়া জন্য ৷ তার পরেই আদালত তাঁকে আগামী 15 ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে ৷ এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 8 জানুয়ারি ৷

শুক্রবার আদালতে রাজ্য নির্বাচন কমিশনার বলেন, ‘‘বিএসএফ যে রিপোর্ট দিয়েছে, তার উত্তর দিতে প্রস্তুত আমি ৷ শোকজের উত্তর দিতে সময় দেওয়া হোক ৷ নিয়ম অনুযায়ী 15-20 দিন সময় দেওয়া হোক শোকজের ৷ আর রুল জারির বিষয়টিকে 'প্রাথমিক ধারণা' হিসেবেই দেখা হোক ৷’’ তাঁর আবেদন অনুযায়ী, প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ রাজীবা সিনহাকে সময় দিয়েছে ৷ 15 ডিসেম্বরের মধ্যে রিপোর্টের জবাব দিতে হবে রাজীবা সিনহাকে ৷ আর কমিশনের সেই রিপোর্টে নিয়ে 8 জানুয়ারির মধ্যে উত্তর দেবে মামলাকারীরা ৷ ওইদিনই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৷ সেই দিন সব পক্ষের আইনজীবীদের সঙ্গে কথা বলে, মূল শুনানির দিন ঠিক হবে ৷

পঞ্চায়েত ভোটে রাজ্য নির্বাচন কমিশনার আদালতের নির্দেশ ঠিক মতো পালন না করে, অবমাননা করেছেন ৷ এই অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যান্যরা আদালত অবমাননার মামলা করেছিলেন ৷ শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কমিশনারের বিরুদ্ধে ওঠা অভিযোগের যৌক্তিকতা আছে বলে মনে করে ৷ সেই মতো নির্বাচন কমিশনার রাজীবা সিনহার বিরুদ্ধে রুল জারি করার নির্দেশ দিয়েছিলেন ৷ সেই সঙ্গে কমিশনারকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি ৷

পঞ্চায়েত নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার দাবিতে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে ৷ সেই মামলাগুলিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দফায় দফায় একাধিক নির্দেশ দিয়েছিল ৷ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থেকে শুরু করে, নির্বাচনের ফল ঘোষণার 10 দিন পরেও বাহিনীকে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজে লাগাতে বলা হয় ৷ পাশাপাশি ভোট কর্মীদের নিরাপত্তা, চুক্তিভিত্তিক কর্মচারীদের ভোটের কাজে না লাগানো এবং সিভিক ভলান্টিয়ারদের ভোটের কাজে না লাগাতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট ৷ কিন্তু, রাজ্য নির্বাচন কমিশন সেসব নির্দেশ পালন করেননি বলে অভিযোগ করেছে বিরোধী দলগুলির ৷

আরও পড়ুন:

  1. ভিক্টোরিয়া হাউজের সামনে অমিত শাহের সভার অনুমতি দিতে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের
  2. রাজীবা সিনহার বিরুদ্ধে খুনের মামলা রুজুর আবেদন
  3. আর কত রক্ত পেলে শান্তি পাবেন, ফোনে রাজীবাকে প্রশ্ন শুভেন্দুর

ABOUT THE AUTHOR

...view details