কলকাতা, 27 মার্চ : কোরোনা নিয়ে উদ্বিগ্ন রাজ্য কো-অর্ডিনেশন কমিটি । সেই কারণে গতকাল সংস্থার সাধারণ সম্পাদক বিজয় শংকর সিংহ স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিবের কাছে চিঠি দেন । কোরোনার চিকিৎসায় যুক্ত যে সকল স্বাস্থ্য কর্মীরা রয়েছেন তাঁদের সুরক্ষা, পরিবহনের যথাযথ ব্যবস্থার দাবি জানিয়ে চিঠি দিয়েছেন তিনি ।
উল্লেখ্য, জাতীয় বিপর্যয় মোকাবিলা করতে যারা নিরন্তর রাজ্যের সর্বত্র কাজ করে চলেছেন তাঁদের শারীরিক সুরক্ষা নিশ্চিত করতে অতীতে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিল রাজ্য কো-অর্ডিনেশন কমিটি । এবার তাই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ও তাঁদের যাতায়াতের জন্য যানবাহনের ব্যবস্থা সুনিশ্চিত করার প্রসঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের প্রধান সচিবকে চিঠি দিলেন বিজয় শংকর সিংহ।