পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গেলেন না দিল্লি, নবান্নে মুখ্যসচিব - নবান্নে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়

প্রত্যেকদিনের মতো আজও নবান্নেই গিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায় । আজ সচিব স্তরে যে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী তাতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়েরও । দুপুর তিনটের যশ নিয়ে বৈঠকে মুখ্যসচিব হিসেবে আলাপন বন্দ্যোপাধ্যায়ই উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে ।

নবান্নে মুখ্যসচিব
নবান্নে মুখ্যসচিব

By

Published : May 31, 2021, 11:23 AM IST

Updated : May 31, 2021, 11:41 AM IST

কলকাতা, 31 মে : দিল্লি গেলেন না মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । কথা মতোই আজ নবান্নে এলেন তিনি । গতকালই নবান্ন ছাড়ার আগে তার আপ্ত সহায়ক ও সহযোগী অফিসারদের নবান্নে আসার কথা বলে গিয়েছিলেন তিনি । সূত্রের খবর, আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকেও থাকতে পারেন আলাপনবাবু ।

রাজ্যের মুখ্যসচিব পদে আলাপনের মেয়াদ তিন মাস বাড়িয়েছে রাজ্য সরকার । কেন্দ্রের কাছে সেই মর্মে আবেদন জানানো হয়েছিল । কেন্দ্র সেই আবেদন মেনে 24 মে সম্মতির চিঠিও পাঠিয়েছিল । কিন্তু কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীর বৈঠকের পরই পাল্টে যায় গোটা পরিস্থিতি । শুক্রবার কলাইকুন্ডা বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা ঘূর্ণিঝড় যশের ক্ষয়ক্ষতি পর্যালোচনা বৈঠকে হাজির থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মুখ্যসচিব আলাপনের । কিন্তু মোদির সঙ্গে দেখা করলেও দু’জনের কেউই বৈঠকে যোগ দেননি । এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই চিঠি আসে । সোমবার সকাল 10টায় আলাপনকে দিল্লিতে নর্থ ব্লকের কর্মী ও প্রশিক্ষণ বিভাগে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় । কিন্তু, আলাপনকে যে রাজ্য ছাড়ছে না তা আগেই কিছুটা স্পষ্ট হয়ে গিয়েছিল । সেক্ষেত্রে কিন্তু নর্থ ব্লক নয়, আলাপন সোমবার নবান্নেই যাচ্ছেন বলে খবর ছিল । সেক্ষেত্রে প্রত্যেকদিনের মতো আজও নবান্নেই গিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায় । আজ সচিব স্তরে যে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী তাতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়েরও । দুপুর তিনটের যশ নিয়ে বৈঠকে মুখ্যসচিব হিসেবে আলাপন বন্দ্যোপাধ্যায়ই উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে ।

আরও পড়ুন,আমি স্তম্ভিত, মুখ্যসচিবকে নিয়ে নির্দেশ প্রত্যাহারের অনুরোধে মোদিকে চিঠি মমতার

এদিকে, আজ মুখ্যসচিবকে ছাড়া হচ্ছে না বলে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেইসঙ্গে তিনি চিঠিতে অনুরোধ জানান, জনস্বার্থের কথা ভেবে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলির নির্দেশ প্রত্যাহার করা হোক ।

Last Updated : May 31, 2021, 11:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details