কলকাতা, 12 অক্টোবর:পুজোর আগেই নিয়োগ নিয়ে রাজ্যবাসীকে সুখবর দিল রাজ্য সরকার । সর্বাধিক আলোচিত দুই ক্ষেত্র শিক্ষা এবং পুলিশ উভয়ক্ষেত্রেই নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা । এর মধ্যে বড় নিয়োগ অবশ্যই হতে চলেছে পুলিশে ।
বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়ে দিলেন যে, রাজ্যে 12 হাজার কনস্টেবল নিয়োগ করা হবে । যার মধ্যে 8400 জন পুরুষ এবং 4600 জন মহিলা । দীর্ঘদিন ধরে কনস্টেবলের শূন্য পদে নিয়োগের দাবি উঠেছিল । পুজোর আগেই সে বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা ।
একইসঙ্গে, এ বার মন্ত্রিসভার বৈঠকের পর আংশিক সময়ের শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ এ দিন তিনি সাংবাদিক বৈঠকে জানিয়ে দেন, "আমাদের দফতর এ বার উর্দু অ্যাকাডেমি বিদ্যালয়ের জন্য আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করবে ৷ আমরা ঠিক কতজন শিক্ষক নিয়োগ করব, তা আগামীতে জানিয়ে দেব ৷"