কলকাতা, 17 নভেম্বর : রাজ্যে পেট্রল ও ডিজেলের শুল্ক কমানোর দাবিতে 18 থেকে 24 নভেম্বর পর্যন্ত আন্দোলনে নামবে বিজেপি ৷ রাজ্যের সবক’টি আঞ্চলিক সংগঠনগুলি আগামিকাল থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করবে ৷ আজ দলের তরফে এ কথা জানিয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য ৷
শমীক ভট্টাচার্য এ দিন অভিযোগ করেন, রাজ্য সরকার 14 হাজার কোটি টাকা ব্যয় করে লক্ষ্মীর ভান্ডার চালাচ্ছে ৷ অন্যদিকে, রাজ্যের বাকি সব উন্নয়ন স্তব্ধ হতে বসেছে ৷ গত 4 নভেম্বর কেন্দ্রীয় সরকারের তরফে পেট্রল ও ডিজেলের উপর থেকে বেশ বড় অঙ্কের সেস প্রত্যাহার করে নেওয়া হয় ৷ যার পরে বহু রাজ্যে পেট্রল ও ডিজেলের দাম 100 টাকা বা তার নিচে নেমে যায় ৷ যার পর থেকেই রাজ্যে সরকারের উপর পেট্রল ও ডিজেলের দামের উপর শুল্ক কমানোর জন্য চাপ দিতে শুরু করে রাজ্য বিজেপি ৷