কলকাতা , 12 অক্টোবর : জিয়াগঞ্জে খুনের ঘটনায় ক্ষুব্ধ রাজ্য BJP ৷ প্রতিবাদে আজ দুপুর 12টায় গান্ধি মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করবে তারা ৷ BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে এই অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হবে ৷ যোগ দেবেন রাজ্যের থেকে নির্বাচিত BJP-র সাংসদ, বিধায়ক ও সাংগঠনিক প্রতিনিধিরা ।
দশমীর দিন জিয়াগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রী, শিশুপুত্র সহ ব্যক্তিকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা । ঘর থেকেই উদ্ধার হয় বন্ধুপ্রকাশ পাল, তাঁর স্ত্রী বিউটি পাল ও ছেলে অঙ্গন পালের রক্তাক্ত দেহ । রাজ্য BJP নেতাদের দাবি, এই খুন রাজনৈতিক । RSS সদস্য হওয়াতেই স্ত্রী, শিশুপুত্র-সহ খুন করা হয়েছে বন্ধুপ্রকাশ পালকে । কিন্তু তদন্তকারীদের তরফে নবান্ন যে রিপোর্ট এসেছে তা বলছে, বন্ধুপ্রকাশের সঙ্গে RSS যোগের কোনও প্রমাণ পাওয়া যায়নি । তার পরিবারের সদস্যরাও এই বিষয়টি অস্বীকার করেছেন । শিক্ষকের আত্মীয়, বন্ধুবান্ধবরা পুলিশকে জানিয়েছেন RSS কেন, কোনও রাজনৈতিক পরিচয় ছিল না বন্ধুপ্রকাশের । তদন্তে উঠে এসেছে শিক্ষকতার পাশাপাশি আর্থিক লেনদেন সংক্রান্ত নানা ব্যবসাতেও জড়িত ছিলেন তিনি ।
এই সংক্রান্ত আরও খবর :জিয়াগঞ্জে সুপারি কিলার দিয়ে খুন ? আটক দুই