কলকাতা, 25 ডিসেম্বর : নজরে 2024 লোকসভা নির্বাচন (State BJP Makes major Changes in District Organisation) ৷ তাই জেলা ও সাংগঠনিক জেলার নেতৃত্বেও রদবদল করল রাজ্য বিজেপি (Changes in BJP District Leadership) ৷ রাজ্যের 42টি লোকসভা কেন্দ্র অনুযায়ী, 42টি সাংগঠনিক জেলা তৈরি করল রাজ্য বিজেপি ৷ যেখানে উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতা জেলা সভাপতিদের সরিয়ে দেওয়া হয়েছে ৷ 42 টির মধ্যে 6টিতে সাংগঠনিক জেলায় পুরনো সভাপতিদের রাখা হয়েছে ৷ বাকি 36টি সাংগঠনিক জেলায় নতুন মুখ এনেছে বিজেপি ৷ যেখানে প্রবীণ ও নবীন মিলিয়ে মিশিয়ে সংগঠনকে তৈরি করা হয়েছে বলে জানালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷
রাজ্যে বিজেপির জেলা সংগঠন ছিল মোট 39 টি ৷ যে সংগঠন জেলা এবং সদর ও গ্রামীণ হিসেবে সাংগঠনিক জেলায় ভাগ করা ছিল ৷ এ বার সেই সংগঠনের নকশা বদলে ফেললো রাজ্য বিজেপি ৷ লোকসভা অনুযায়ী সাংগঠনিক জেলা তৈরি করেছে গেরুয়া শিবির ৷ অর্থাৎ, 39 থেকে বেরে 42 টি সাংগঠনিক জেলা হল তাদের ৷ নতুন এই সাংগঠনিক জেলার সভাপতি পদে অধিকাংশই নতুন মুখ এনেছে পদ্মশিবির (State BJP Makes major Changes in District Organisation) ৷