পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

kisan samman nidhi :কিষাণ সন্মান নিধি প্রকল্পকে হাতিয়ার করে প্রচারে নামছে রাজ্য বিজেপি - কিষাণ সন্মান নিধি নিয়ে প্রচারে নামছে রাজ্য বিজেপি

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে জেলায় জেলায় লিফলেট বিলি করা হবে । বিশেষ ক্যাম্প করে প্রচার করা হবে । রাজ্য সরকার কেন্দ্রের বিরোধিতা করতে গিয়ে রাজ্যের লাখ লাখ কৃষকদের বঞ্চিত করেছে । তৃণমূল ভোট ব্যাঙ্কের রাজনীতি করতে গিয়ে কৃষকদের বঞ্চিত করেছে । এই বিষয়গুলি তুলে ধরা হবে ।

kisan samman nidhi
কিষাণ সন্মান নিধি প্রকল্প নিয়ে প্রচারে বিজেপি

By

Published : Aug 10, 2021, 8:09 PM IST

কলকাতা, 10 অগস্ট : রাজ্যের 27 লাখ কৃষক প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি প্রকল্পের টাকা হাতে পেয়েছেন । ইতিমধ্যেই দুই কিস্তিতে রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যকাউন্টে এই টাকা সরাসরি পৌঁছে গিয়েছে । আর এই প্রাপক কৃষকদের তালিকা তৈরি করে এবার রাজ্যেজুড়ে প্রচারে নামছে রাজ্য বিজেপি নেতৃত্ব । ইতিমধ্যেই কৃষকবন্ধু প্রকল্পে মুখ্যমন্ত্রীর ছবি সম্মলিত সার্টিফিকেট নিয়ে রাজ্যজুড়ে তৃণমূল প্রচার করছে । তারই পাল্টা প্রচারে নামছে বিজেপি ।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে জেলায় জেলায় লিফলেট বিলি করা হবে । বিশেষ ক্যাম্প করে প্রচার করা হবে । রাজ্য সরকার কেন্দ্রের বিরোধিতা করতে গিয়ে রাজ্যের লাখ লাখ কৃষকদের বঞ্চিত করেছে । তৃণমূল ভোট ব্যাঙ্কের রাজনীতি করতে গিয়ে কৃষকদের বঞ্চিত করেছে । এই বিষয়গুলি তুলে ধরা হবে ।

বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘‘তৃণমূলের রাজনীতির জন্য বাংলার কৃষকরা পুরোপুরিভাবে বঞ্চিত হয়েছেন । এখন বাংলায় 27 লাখ কৃষক কিষাণ সম্মান নিধির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টেই পেয়ে যাচ্ছেন । এই বিষয়গুলি নিয়েই এবার আমরা রাজ্যজুড়ে প্রচারে নামছি । 2021-র বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা পূরণ হয়েছে ৷" বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্মলিত কিষাণ সার্টিফিকেট বিলি করা হবে । এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে দলের কিষাণ মোর্চাকে । আগামী 2024 সালের লোকসভা নির্বাচনে কৃষক ভোটকে পাখির চোখ করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ।

কিষাণ সন্মান নিধি প্রকল্প নিয়ে প্রচারে বিজেপি

আরও পড়ুন,Ujjwala 2.0 : প্রথম বারের এলপিজি সিলিন্ডার বিনামূল্যে, উজ্জ্বলা যোজনার দ্বিতীয় সংস্করণ উদ্বোধন মোদির

মূলত, 2024 সালে লোকসভা নির্বাচনের আগে কৃষকদের মন জয় করতে চাইছে বিজেপি । তাই কৃষকদের কাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা যেমন তুলে ধরা হবে, কৃষকদের জন্য জেলায় জেলায় ছোট ছোট সেমিনার করে । তাদের মতামত নেওয়া হবে । ফসল বিমা থেকে কৃষকদের জন্য কেন্দ্রীয় প্রকল্পগুলি তুলে ধরা হবে ।

বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় ওয়েবসাইটে কিষাণ সম্মান নিধি প্রকল্পে নতুন করে আবেদন করার জন্যও বিশেষ হেল্প ডেস্কও খোলা হচ্ছে । কীভাবে এই পোর্টালে সাধারণ কৃষকরা আবেদন করবেন, সেই বিষয়ে সাহায্য করা হবে বলে খবর । এছাড়া, এই রাজ্যের কৃষকদের জন্য একটি টোল-ফ্রি নম্বরও চালু করতে চলেছে বিজেপির কিষাণ মোর্চা ।

ABOUT THE AUTHOR

...view details