পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছটপুজোয় শব্দবাজির তাণ্ডব রুখতে আরও কড়া প্রশাসন - DJ সাউন্ড বক্স

ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশে রবীন্দ্র সরোবরে ছটপুজো করা যাবে না । গত বছরও একই নির্দেশিকা ছিল । কিন্তু সেই নিষেধাজ্ঞাকে তুড়ি মেরে রবীন্দ্র সরোবরে হয়েছিল ছটপুজো । এবার যাতে সেটা কেউ কোনওভাবেই তেমনটা না করতে পারে তা নিশ্চিত করতে চাইছে লালবাজার । পাশাপাশি কালীপুজোর থেকে শিক্ষা নিয়ে ছটপুজোয় শব্দবাজির তাণ্ডব রুখতে আরও কড়া হচ্ছে প্রশাসন ।

ফাইল ফোটো

By

Published : Nov 2, 2019, 1:36 AM IST

কলকাতা, 2 নভেম্বর : সময় পেরিয়ে যাওয়ার পরেও নিরঞ্জন । শোভাযাত্রায় শব্দবাজির তাণ্ডব । DJ-র ব্যবহার । কালীপুজোয় বিধিনিষেধের তোয়াক্কা না করে বেশ কিছু পুজো কমিটি ভেঙেছে আইন । ঘটনায় মোট 41 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । 37 টি মামলা রুজু হয়েছে । আটক করা হয়েছে DJ সাউন্ড বক্স থেকে শুরু করে যন্ত্রপাতি । এবার কালীপুজোর এইসব ঘটনা থেকেই শিক্ষা নিয়ে ছট পুজোয় কোমর বাঁধছে পুলিশ । ছটপুজো শব্দবাজি এবং DJ-র ব্যবহার রুখতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা ।

আজই শুরু হচ্ছে ছটপুজো । গঙ্গা এবং বিভিন্ন জলাশয়ে পুজো সারবে মানুষ । ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশে এবার রবীন্দ্র সরোবরে ছটপুজো করা যাবে না । গত বছরও একই নির্দেশিকা ছিল । কিন্তু সেই নিষেধাজ্ঞাকে তুড়ি মেরে রবীন্দ্র সরোবরে হয়েছিল ছটপুজো । এবার যাতে সেটা কেউ কোনওভাবেই তেমনটা না করতে পারে তা নিশ্চিত করতে চাইছে লালবাজার । কলকাতা পুলিশের সদর দপ্তর সূত্রে খবর, আজ থেকে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা থাকছে রবীন্দ্র সরোবরে । রাজ্য সরকারের তরফে রবীন্দ্রসদনের বদলে বারোটি অতিরিক্ত ঘাটে ছটপুজোর ব্যবস্থা করা হচ্ছে । শহরের বিভিন্ন ঝিল, পুকুর, গঙ্গাঘাট মিলিয়ে মোট 100 টি জায়গায় পুলিশি নিরাপত্তায় থাকছে । গঙ্গার প্রতিটি ঘাটে DC পদমর্যাদার একজন করে অফিসার থাকবেন । শহরের বিভিন্ন স্থানে মোট 20 টিরও বেশি বাড়তি CCTV ক্যামেরা বসাচ্ছে লালবাজার । 48 টি ঘাটে থাকবে ডিজ়াস্টার ম্যানেজমেন্ট গ্রুপ । এছাড়াও বিভিন্ন পুকুরে থাকবে 21টি DMG গ্রুপের টিম । তৈরি থাকছে রিভার ট্রাফিক পুলিশও ।

ছটে সবথেকে বড় সমস্যা নিষিদ্ধ শব্দবাজির ব্যবহার । সঙ্গে শোভাযাত্রায় তারস্বরে DJ বাজান । সেটি যেকোনওভাবে ঠেকাতে চাইছে পুলিশ । কালীপুজোর শোভাযাত্রায় DJ বাজেয়াপ্ত করে আগেই বার্তা দিয়েছে পুলিশ । DJ মালিকদের কাছে বার্তা পৌঁছে গেছে কোনোভাবেই যন্ত্রগুলি ভাড়া না দেওয়ার । ভাড়া দিলে সেটি বাজেয়াপ্ত করবে পুলিশ । সেই সূত্রে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে 300 টি পুলিশ পকেট থাকবে । সঙ্গে টহল দেবে রেডিয়ো ফ্লাইং স্কয়্যাড, PCR ভ‍্যান । প্রয়োজনে কালীপুজোর শোভাযাত্রার মতোই মামলা করবে কলকাতা পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details