পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা ভাইরাসের মোকাবিলায় রাজ‍্যে SOP

গত রবিবার কোরোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আই ডি হাসপাতালে 28 বছরের এক চিনা যুবতিকে ভরতি করা হয় । তাঁকে আইসোলেশন ওয়ার্ডেও রাখা হয়েছিল । শেষ পর্যন্ত অবশ্য এই যুবতির ক্ষেত্রে কোরোনা ভাইরাস সংক্রমণের উপসর্গেরও খোঁজ মেলেনি । মঙ্গলবার দুপুরের পরে এই যুবতিকে বেলেঘাটা আইডি হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের একটি দল বেলেঘাটা আইডি হাসপাতাল এবং নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে কোরোনা ভাইরাসের মোকাবিলায় গৃহীত ব্যবস্থা খতিয়ে দেখে ।

corona
corona

By

Published : Jan 29, 2020, 1:12 PM IST

কলকাতা, 29 জানুয়ারি : কোরোনা ভাইরাসের মোকাবিলায় এবার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) তৈরি করছে স্বাস্থ্য দপ্তর । রাজ্যের সব চিকিৎসক, স্বাস্থ্যকর্মী যাতে করোনা ভাইরাসের মোকাবিলায় একই রকম ব্যবস্থা গ্রহণ করতে পারেন, তার জন্য শীঘ্রই এই SOP-এর চূড়ান্ত রূপ দেওয়া হবে । সাধারণ মানুষ যাতে করোনা ভাইরাসের বিষয়ে যথাযথ সচেতন থাকতে পারেন, এই SOP-তে তার জন‍্যেও থাকছে ব্যবস্থা ।

গত রবিবার কোরোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আই ডি হাসপাতালে 28 বছরের এক চিনা যুবতিকে ভরতি করা হয় । তাঁকে আইসোলেশন ওয়ার্ডেও রাখা হয়েছিল । শেষ পর্যন্ত অবশ্য এই যুবতির ক্ষেত্রে কোরোনা ভাইরাস সংক্রমণের উপসর্গেরও খোঁজ মেলেনি । মঙ্গলবার দুপুরের পরে এই যুবতিকে বেলেঘাটা আইডি হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের একটি দল বেলেঘাটা আইডি হাসপাতাল এবং নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে কোরোনা ভাইরাসের মোকাবিলায় গৃহীত ব্যবস্থা খতিয়ে দেখে । গতকাল বিকালে স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে স্বাস্থ্যভবনে এই দলের প্রতিনিধিরা বৈঠকে বসেন । কোরোনা ভাইরাসের মোকাবিলায় রাজ‍্যের স্বাস্থ্য দপ্তরের তরফে যে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেই সব বিষয়ে কেন্দ্রীয় এই প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে বলে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন ।

মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক বলেন, "কোরোনা ভাইরাসের মোকাবিলায় SOP তৈরি করা হচ্ছে । বিশেষজ্ঞদের সঙ্গে আজ আমরা বৈঠকে বসেছিলাম । যে বিষয়গুলি SOP-এ রাখা হচ্ছে, তার খসড়া তৈরি করা হয়েছে । শীঘ্রই এর চূড়ান্ত রূপ দেওয়া হবে । চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষের জন্য এই SOP তৈরি করা হচ্ছে । কোরোনা ভাইরাসের মোকাবিলায় চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ।" স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, কোরোনা ভাইরাসে আক্রান্তের জেরে যে উপসর্গগুলি দেখা দেয়, এই SOP-এ সেই সব বিষয় উল্লেখ করে জানানো হচ্ছে । স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক এই বিষয়ে বলেন, "কারও ক্ষেত্রে শুধুমাত্র উপসর্গগুলি মিলে গেলেই যে কোরোনা ভাইরাসে আক্রান্ত হিসাবে তাঁকে সন্দেহ করা হবে । বিষয়টি তা নয় । রোগীর হিস্ট্রি এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details